রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের বনানীতে বিএনপির সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হেফাজতে ইসলামের মজলিসে আমেলায় উপস্থিত ছিলেন যাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুন্সিগঞ্জের পাপ্পু

'হাওরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক মজলিসে শূরা অধিবেশন ১৭ মে বুধবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এস এম শাহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামান, বায়তুল মাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সাধ্যমতো কৃষকদের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করুন। তিনি আরো বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাদ্যসামগ্রী ক্রয় ক্ষমতা ও ন্যায্য মূল্যে বিক্রয় নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। যাতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে উচ্চদরে পন্য বিক্রি করে রোজাদারদের কষ্ট না দেয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্কতা বৃদ্ধি করতে হবে।

মজলিসে শূরা অধিবেশনে সকল শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০১৭-১৮ সেশনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা পুনর্গঠন করা হয়।

২০১৭-১৮ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি- মাওলানা মুসা মোল্লা, সহ-সভাপতি- মাওলানা আব্দুল মুক্তাদির,মাওলানা মুহিবুর রহমান, মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর,হাজী রওনকুল ইসলাম, মাওলানা মুনছিফ আলী, মাওলানা ওয়ারিছ উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম শাহিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলীল, মাওলানা রমিজ উদ্দীন, মাওলানা আব্দুল খালিক, ডাঃ আতাউর রহামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল হক, বায়তুল মাল সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু বকর, হাফিজ আমিনুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সোলাইমান হাকিম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুবাল্লিগ হুসাইন, প্রচার সম্পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ, অফিস সম্পাদক মাওলানা আলী নেওয়াজ সমাজ কল্যান সম্পাদক মাওলানা মফিজুর রহমান,
প্রকাশনা সম্পাদক হাজী আবুল বশর, সহ-প্রকাশনা সম্পাদক- মাওলানা মুখলিছুর রহমান, নির্বাহী সদস্য- মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সৈয়দ তহুর আহমদ, মাওলানা আমিরুল হক, মাওলানা মহিবুর রহমান উসমান, মাওলানা ছমির উদ্দিন, মাওলানা আজহারুল আমীন, মাওলানা আমিন উদ্দীন, মাওলানা মঈনুল উসলাম, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা জমির হুসাইন, মাওলানা আব্দুল হক।

জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর খতমে বুখারী কনফারেন্স সম্পন্ন


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ