বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

রমজানে সিএমপি পুলিশের দুই শিফটের নিরাপত্তা পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন রমজান মাস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে দুই শিফটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

প্রথম শিফটে ১ থেকে ১৫ রমজান পর্যন্ত দুপুর দুইটা থেকে রাত ১২টা পর্যন্ত নিরাপত্তায় থাকবে পুলিশ। দ্বিতীয় শিফটে সকাল ১১টা থেকে রাত ৪টা পর্যন্ত দুই স্তরে নিরাপত্তা দিবে র‌্যাব ও পুলিশ সদস্যরা। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার ইকবাল বাহার রমজানে নিরাপত্তা পরিকল্পনার বিষয়টি জানিয়েছেন।

সিএমপি কমিশনার বলেন, ‘এবার রমজানে সিএমপি গত বছরের চেয়ে ৩০ ভাগ বেশি স্বস্তি নিশ্চিত করার টার্গেট নিয়েছে। নিরাপত্তা দেওয়া হবে দুই ধাপে।  ১৫ রমজান পর্যন্ত ২টা থেকে রাত ১২টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। ১৫ থেকে ৩০ রমজান পর্যন্ত দুই পালায় সকাল ১১টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে ২টা পর্যন্ত পুরো নগর জুড়ে পুলিশ সদস্যরা নিরাপত্তায় থাকবে।’

ইকবাল বাহার বলেন, ‘যানজট নিরসনেও একগুচ্ছ পরিকল্পনা রয়েছে আমাদের। এবার প্রথমবারের মতো নগরীর অভিজাত শপিংমল মিমি সুপার মার্কেট, সানমার ওশান সিটি, সেন্ট্রাল প্লাজা, চিটাগং শপিং কমপ্লেক্স ও আক্তারুজ্জামান সেন্টারে ডিজিটাল ডিসপ্লে বসানো হচ্ছে। ডিসপ্লেতে মার্কেটের কোথায় পার্কিং খালি আছে সেটা লেখা থাকবে।’

পুলিশ কমিশনার বলেন, ‘গাড়ির চলাচল স্বাভাবিক রাখতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়কে টার্গেট করে সেগুলোর বাম পাশে সড়কগুলোতে সার্বক্ষণিক গাড়ি চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নগরীর ৪২টি স্পটকে পার্কিং স্পট হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ বাইরে গাড়ি পার্কিং করলে গাড়ি টো করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

ইকবাল বাহার আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্রছাত্রী নগরীর বিভিন্ন মার্কেটে অবস্থান নিয়ে সেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। তারা ক্রেতাদের মার্কেটের সামনে পার্কিং না করে অন্যত্র পার্কিং করার জন্য বুঝিয়ে বলবেন।’

এ সময় রমজানের শেষ দিকে ব্যাংক বন্ধ হওয়ার পর ব্যবসায়ীরা জিডি করার মাধ্যমে থানায় টাকা জমা রাখতে পারবেন বলে পুলিশ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) মাসউদুল হাসান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ