রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

সেহরি না খেলে কী রোযা হয় না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেক সময় বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন রোযা রেখেছেন কিনা জিজ্ঞাসা করলে বলেন যে, আমি আজ সেহরি খেতে পারিনি। তাই রোযা রাখিনি। এখন প্রশ্ন হলো সেহরি না খেলে কি রোযা হয় না? চলুন জেনে নেই শরীয়ত কী বলে।

রোযার সাথে সেহরির অবশ্যই সম্পর্ক আছে। তবে রোযা হবার জন্য সেহরি খাওয়া শর্ত নয়। যেমন নামায পড়ার জন্য টুপি মাথায় দেয়া সুন্নত। কিন্তু নামায হবার জন্য টুপি মাথায় থাকা শর্ত নয়। টুপি ছাড়াও নামায হবে। তবে টুপি মাথায় থাকা সুন্নত। তেমনি সেহরি খাওয়া ছাড়াও রোযা হবে। তবে সেহরি খাওয়া সুন্নত।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

تسحروا فإن في السحور بركة

‘তোমরা সেহরি খাও। কেননা, সেহরিতে বরকত রয়েছে।’-সহীহ মুসলিম ১/৩৫০ অন্য হাদিসে বলা হয়েছে, সেহরি খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি কর। কারণ যারা সেহরি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং তাঁর ফেরেশতারা তাদের জন্য রহমতের দুআ করেন।’ -মুসনাদে আহমদ ৩/১২; মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদিস : ৯০১০; সহীহ ইবনে হিব্বান ৩৪৭৬।

আল্লাহ তাআলা বলেন,

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ 

কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে,সে এ মাসের রোযা রাখবে। [সূরা বাকারা-১৮৫]

সুতরাং সেহরী না খাবার অজুহাতে রোযা ত্যাগ করা যাবে না। করলে গোনাহগার হবে।

সুত্র: http://ahlehaqmedia.com

একই দিনে রোযা পালন সম্পর্কে আরবের আলেমদের ফতোয়া

পুরো বিশ্বে একই দিনে রোজা-ঈদ: একটি অসম্ভব ও ব্যর্থ চেষ্টা

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ