বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ

পশ্চিমবঙ্গে কওমি মাদরাসার উপর বাড়ছে গোয়েন্দা নজরদারি, বন্ধ হতে পারে অসংখ্য প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সংঘাতের পর রাজ্যের মাদরাসাগুলোর উপর গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর এক প্রতিবেদনে এমনটিই প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বসিরহাটে এক কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ দুই গোষ্ঠীর সংঘর্ষে একজনের মৃত্যু ও হয়৷ শুধুমাত্র একটি সংঘর্ষের ঘটনা নয়৷ এর আগে হাওড়ার ধূলাগড় বা মালদার কালিয়াচকেও উত্তেজনা ছড়ায়৷

রাজ্য সরকার মনে করছে এসব সংঘর্ষে মাদরাসাগুলোর সংশ্লিষ্টতা থাকতে পারে। সেই সন্দেহ থেকে ইতিমধ্যে মাদরাসাগুলোর একটি তালিকা তৈরি করেছে সরকার।  তালিকা অনুযায়ী এসব মাদরাসার উপর গোয়েন্দারা নজরদারি চালাবে বলে দাবি করা হয়েছে হিন্দুস্থান টাইমসের ওই প্রতিবেদনে৷

মাদরাসার নামে থাকতে পারবে না ‘ক্যাডেট’ ও ‘ইন্টারন্যাশনাল’ শব্দ

রাজ্যে সব মিলিয়ে ছ’হাজার মাদ্রাসা রয়েছে৷ এর মধ্যে ৯০ শতাংশ মাদ্রাসাই সরকারের নজরদারির বাইরে৷ এমনকি সরকারি কোনও সাহায্যও বা সুযোগ সুবিধার বাইরে৷ সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণের বাইরে থাকা মাদরাসাগুলোর উপরই মূলত নজরদারি চালানো হবে।

এর আগে ২০০২ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওই বিষষয়টি নিয়ে তখন সরব হয়েছিলেন৷ সেই সময় প্রশাসনের উদ্যোগে বেশ কিছু মাদরাসা বেআইনি বলে বন্ধ করে দেয়া হয়। এবার অসংখ্য মাদরাসা বন্ধের আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর ডটকম

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ