বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

গাঁজা সেবন নিয়ে ঢাবি-বুয়েট সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের ছাত্রদের মধ্যে গাঁজা সেবন নিয়ে  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বুয়েট ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার(২৬ অক্টোবর) রাতে গাঁজা সেবন করা নিয়ে ঢাবির জহুরুল হক হলের ছাত্রদের সঙ্গে বুয়েট ছাত্রদের কথাকাটাকাটির ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে জহুরুল হক হলের ছাত্র ইমরানকে আটকে রাখে বুয়েটের শিক্ষার্থীরা।

বিষয়টি জানার পর জহুরুল হক হলের ছাত্ররা ইমরানকে ছাড়াতে বুয়েট ক্যাম্পাসে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স ঘটনাস্থলে গিয়ে জহুরুল হক হলের ছাত্রদের হলে পাঠিয়ে দেন।

বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্রজ্যোতি পাটোয়ারী জহুরুল হক হলের ছাত্রদের দোষারোপ করে বলেন, তারাই আমাদের ছাত্রদের ওপর প্রথম হামলা চালিয়েছে।

বুয়েট ছাত্রলীগ সভাপতি দাবি করেন, এ ঘটনায় তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন-সৌরভ, দিব্য, অনিক, মহুরী ও সাদমান। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বুয়েটের ছাত্ররা জহুরুল হক হলের এক ছাত্রলীগ কর্মীকে বুয়েট ক্যাম্পাসে আটকে রাখাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ