বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ঢাবি শিক্ষকদের সাধারণ সভায় হাতাহাতি, আহত ২ শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দলের সাধারণ সভায় ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নীল দলের সাধারণ সভা শুরু হয়। সভায় এক শিক্ষকের বক্তব্যের সময় অন্য একজন শিক্ষকের তীর্যক মন্তব্য নিয়ে ঘটনার সূত্রপাত হয়।

সভাসূত্রে জানা গেছে, সভার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বক্তব্য রাখছিলেন। এসময় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম সাবেক উপাচার্যকে নিয়ে কটূক্তি করা হচ্ছে বলে অভিযোগ করেন। এতে ২ জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘আমি যখন বক্তব্য রাখছিলাম তখন আ ক ম জামাল উদ্দিন বিভিন্ন ধরনের কটূক্তি করছিলেন। আমি এর প্রতিবাদ জানালে তিনি আমার দিকে তেড়ে আসেন এবং কিল-ঘুষি মারেন।’

একথা অস্বীকার করে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন বলেন, ‘অধ্যাপক গোলাম রব্বানী সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সমালোচনা করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছিলেন এবং আরেফিন সিদ্দিকের সময়ের সকল কার্যক্রমের শ্বেতপত্র প্রদানের দাবি করেন। তাই আমি তার বক্তব্যের প্রতিবাদ করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যাপক রব্বানী আমার দিকে তেড়ে এসে আমাকে আঘাত করেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ