শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে দাবি করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্মতিপত্র সই হওয়ার পরদিনই এ দাবি করলো সংস্থাটি।

ইউএনএইচসিআরের মুখপাত্র আদ্রিয়ান অ্যাডওয়ার্ড শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া সম্মতিপত্রে কী আছে- তা এখনও আমরা দেখিনি। শরণার্থীদের অবশ্যই ফিরে যাওয়া অধিকার আছে। তবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং এ বিষয়ে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রোহিঙ্গাদের ফেরার বিষয়টি স্বেচ্ছায় এবং নিরাপদ হওয়া জরুরি বলে বিষয়টিতে জোর দেন তিনি।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা। এছাড়া আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে প্রায় ৪ লাখ রোহিঙ্গা।

বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সম্মতিপত্র সই হয়েছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের ফেরার বিষয়টি সমাধান হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মাসের মধ্যে রোহঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে।

তবে ওই সম্মতিপত্রে কী আছে, তা কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি। এরইমধ্যে জাতিসংঘ প্রতিক্রিয়া ব্যক্ত করলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ