রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভারতে কোন প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না দেশের আলেম সমাজকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে: সালাহউদ্দিন আহমদ ‘প্রথাভিত্তিক খতমে বুখারি অনুষ্ঠান বন্ধে সম্মিলিত ও সাহসী সিদ্ধান্ত আসুক’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেফতার কোনো চাপ ও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: খামেনি স্থগিত হওয়া প্রার্থিতার বিষয়ে আপিল করবে ইসলামী আন্দোলন প্রার্থিতা ফিরে পেতে আপিলে মানতে হবে যেসব নির্দেশনা পোস্টাল ভোটদানের ছবি-ভিডিও শেয়ারে যে শাস্তি দেবে ইসি নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির কাসেমীর মনোনয়নপত্র বৈধ মনোনয়ন বাছাইয়ে টিকলেন সাঈদীর দুই ছেলে

মাদ্রাসা শিক্ষায় সংস্কার আনতে হবে: পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের মাদরাসা শিক্ষাব্যবস্থায় সংস্কার আনার আহ্বান জানিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, ধর্মীয় শিক্ষা দেয়ার স্কুল হিসেবে মাদ্রাসাগুলো নিজেদের কার্যকারিতা হারিয়েছে।দেশটিতে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন আনা জরুরি বলেও তিনি মনে করেন।

তিনি আরো বলেন, এসব মাদ্রাসার জন্য মানসম্মত আধুনিক শিক্ষা কারিকুলাম প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের পেশোয়ার শহরে তরুণদের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

পাক সেনাপ্রধান বলেন, “মাদরাসা সম্পর্কে প্রচলিত যে ধারণা রয়েছে তা বদলে দিতে হবে। আমরা তাদেরকে আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা দিতে চাই।” তিনি বলেন, “আমি মাদরাসার বিরোধী নই কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে, আমরা মাদরাসার গুণগত মান হারিয়েছি।”

পাকিস্তানে সরকারি নথিভুক্ত প্রায় ২,০০০ মাদরাসা রয়েছে। কিন্তু সরকারি তালিকার বাইরে এর চেয়ে আরো অনেক বেশি মাদরাসা রয়েছে বলে ধারনা করা হয়। পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোতে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দেয়া ও সন্ত্রাসী হামলায় পাঠানোর পেছনে দেশটির কোনো কোনো মাদরাসা সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে মাদরাসার শিক্ষার্থীরা সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ার কারণে পাকিস্তানে বেশ কিছু মাদরাসা বন্ধ করে দেয়া হয়েছে। তবে জনরোষ ফুঁসে ওঠার ভয়ে মাদরাসাগুলোর বিরুদ্ধে ব্যাপকহারে পদক্ষেপ নিচ্ছে না ইসলামাবাদ সরকার। সূত্র : ডন নিউজ উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ