রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

রোহিঙ্গা বিষয়ক মতবিনিময় ও সিরাত অনুষ্ঠান ২১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ‘মানবতার নবী মুহাম্মদ সা. এবং রোহিঙ্গা  সংকটে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার করতে যাচ্ছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আগামী ২১ ডিসেম্বর ২০১৭, বৃস্পতিবার বিকাল ৩টায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সেমনিার অনুষ্ঠিত হবে।

সেমিনারে মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, উলামা মাশায়েখ, শিক্ষাবিদ, কূটনৈতিক ব্যক্তিবর্গ, লেখক, সম্পাদক, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিশিষ্ট আলেমগণ উপস্থিত থাকবেন।

অতিথিগণ নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশ নিবেন।

অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে রয়েছে, রোহিঙ্গা সঙ্কট, সঙ্কটে বাংলাদেশ বিষয় আলোচনা, ‘নবীজিকে চিঠি লেখা’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী, সিরাতুন্নবী সা. কুইজের পুরস্কার বিতরণী, আওয়ার ইসলাম আয়োজিত ৩ মাসব্যাপী সাংবাদিকতা কোর্সে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান ও জেলা উপজেলা প্রতিনিধিদের আইডিকার্ড প্রদান।

দুটি অধিবেশনে অনুষ্ঠানটির আয়োজন করছে আওয়ার ইসলাম। ‘ইসলামী জনকল্যাণ সংস্থার’ সহায়তায় দেশে চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে আলেমদের কাজ ও সঙ্কট সমাধানে জাতীয় পর্যায়ে বার্তা পৌঁছানোর লক্ষে সেমিনার। যাতে আলেম উলামা, শিক্ষাবিদ, কূটনৈতিক ব্যক্তিবর্গ ও লেখক সাংবাদিকগণ আলোচনা অংশ নিবেন।

দ্বিতীয় অধিবেশনে ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ এর সেরাদের পুরস্কার প্রদান করা হবে। এ আয়োজনের সহযোগিতায় রয়েছে, শাহীন শিক্ষা পরিবার, রকমারি ডটকম, মাকতাবাতুল ইসলাম, মাদানী কুতুবখানা ও মাদরসাতুল হিকমা।

এছাড়াও একই অধিবেশনে itv24usa ও আওয়ার ইসলামের উদ্যোগে ও মাকতাবাতুল আখতারের সহযোগিতায় মাসব্যাপী সিরাতুন্নবী সা. কুইজের বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে সবাইকে স্ববান্ধব আমন্ত্রণ জানিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ