রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

বিভিন্ন স্পট ঘুরে শীত বস্ত্র দিলো কওমী তরুণদের সংগঠন 'বিডি আর্ত সেবা ফাউন্ডেশন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামিল: রাত এগারটা। পথঘাট একেবারে ফাঁকা। মাঝে মাঝে শোঁ শোঁ শব্দে ছুটে যাচ্ছে দু একটা গাড়ি। মানুষ ফিরে গেছে নীড়ে। কুয়াশার চাদরে ঢেকে গেছে প্রকৃতি।

কাঁথা-কম্বল মুড়িয়ে আলস্য ঘুমে ডুবে গেছে শহরবাসী। নীড়হারা পথের মানুষগুলো কাতরাচ্ছে শীতে। ছেঁড়া কম্বলে নুড়িমড়ি হয়ে কোন মতে শীত নিবারণের চেষ্টা আরকি।গৃহহারা পথের পাশে শুয়ে থাকা এমনই একদল মানুষের পাশে এসে দাঁড়ালো বেশ কজন কওমি তরুণ। তারা গড়ে তুলেছে ‘বিডি আর্ত সেবা ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক সংগঠন।

এবিষয়ে সংগঠনটির সেক্রেটারি জুনায়েদ আহসানের সাথে কথা বলে জানা গেলো শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণে তারা নিয়েছে এক ব্যতিক্রমি উদ্যোগ।

জানা যায়, গতকাল ১৪ ই ডিসেম্বর রাত এগারটায় ঢাবির টিএসি এলাকা থেকে শীতার্ত পথের মানুষদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন। সারা রাত ঘুরে ঘুরে রাজধানীর শাহবাগ, হাইকোর্ট, কমলাপুর রেলওয়ে স্টেশন, যাত্রাবাড়ী সহ বেশ কয়েকটি স্পটে কম্বল বিতরণ করেন।

এতো রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ কেন? জানতে চাইলে তিনি বলেন ‘আমরা প্রকৃত অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিতে চাই। এজন্য নিজেরা কষ্ট করেই এভাবে তুলে দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলো সংগঠনের সদস্য অমিত হাসান, সাজ্জাদুর রহমান, জুনায়েদ আহসান, জুবায়ের ও টিপু সুলতান প্রমুখ।

জানা যায়, অসহায় রোহিঙ্গাদের মাঝেও সংগঠনটি ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়েছে। বেশ কয়েকটি মসজিদ, মাদ্রাসা চালু করেছে এবং বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। তবে তারা জানান রোহিঙ্গা ক্যাম্পে শীতবস্ত্রের ব্যাপক প্রয়োজন। বিত্তবানরা এগিয়ে এলে অসহায় রোহিঙ্গাদের সে প্রয়োজন পূরণ করতে পারবে।

খোজঁ নিয়ে জানা গেছে, বিডি আর্তসেবা ফাউন্ডেশনের সাথে জড়িতরা সবাই ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত কওমি মাদ্রাসার ছাত্র। সেবার মানসিকতা নিয়ে গতবছর যাত্রা করা এ সংগঠনটি ব্যাপক কাজ করে যাচ্ছে।

ব্লাড গ্রুপিং, বিনামূল্যে রক্তদান, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণসহ যেকোনো দুর্যোগে ছুটে যাচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ