শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

জিরা খেলে শরীরের অতিরিক্তি ওজন ও চর্বি কমবে মাত্র ১৫ দিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম; ওজন কমানোর জন্য মানুষ কত কসরতইনা করছে নিয়মিত। প্রতিদিন নির্দিষ্ট সময় করে হাটা, দৌড়ানো, নিয়ন্ত্রিত খাবার খাওয়া, জিমে যওয়া, নিয়মিত ব্যায়াম করা সহ আরো অনেক কিছু।

কিন্তু কিছু হচ্ছে না সহজে। গবেষকরা বলছেন, জিরা হলো এর সবচেয়ে সহজ সমাধান। নিয়মিত জিরা খেলে মাত্র পনেরো দিনেই শরীল থেকে বাড়তি ওজন এবং চর্বি কমে যাবে।

গবেষকরা বলছেন, জিরার মধ্যে রয়েছে থাইমল ও অন্যান্য কিছু তেলের উপস্থিতি। যার কাজ হলো লালা নিঃসরণকারী গ্রন্থিকে উত্তেজিত করা। যার ফলে খাবার ভালো হজম হয়।এ ছাড়াও জিরার গুণে পরিপাকতন্ত্র ভালো কাজ করে।

ওজন কমাতে যেভাবে খেতে হবে জিরা
১. এক গ্লাস পানিতে বড় চামচের দু-চামচ গোটা জিরা সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই পানি গরম করে খেতে হবে ১৫ দিন।

জিরা না ছেঁকেই চায়ের মতো খেতে হবে। জিরার গোটাও ফালানো যাবে না। এভাবে ১৫ দিন জিরা খেলেই শরীরের বাড়তি ওজন মেদ কমে যাবে।

২. কারো যদি এই ফর্মূলায় আশানুরুপ কাজ না হয় তাহলে খাবারে জিরার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। দইয়ের সঙ্গে মিশিয়েওও জিরা খাওয়া যেতে পারে।

৫ গ্রাম দইতে এক চামচ জিরা গুঁড়ো মিশিয়ে নিয়মিত খেলে ওজন নিশ্চিত ভাবেই কমবে।

৩. কয়েক চামচ মধু ও তিন গ্রাম জিরা গুঁড়ো এক গেলাস পানিতে ভালো করে মিশিয়ে নিয়মিত খেলে নিশ্চিত ওজন কমবে।

৪. সবজি সেদ্ধ করে তাতে, রসুন কুচি ও লেবুর রস ঢেলে দিয়ে কিছুটা জিরার গুঁড়ো মিশিয়ে খেলেও কমে যাাবে শরীরে জমে থাকা চর্বি ও বাড়তি ওজন।

প্রতিদিন নিয়মিত জিরা খেলে ওজন কমবে এটা নিশ্চিত।ওজন কমাতে চাইলে এখন থেকেই শুরু করতে হবে জিরা খাওয়া।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ