শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

রোহিঙ্গাক্যাম্পে বাইতুল মুকাদ্দাসের ইমাম; গরীব এন্ড এতীম ট্রাস্টের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন বাইতুল মুকাদ্দাসের ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আল-আব্বাসী।

শনিবার সকাল ১১ টার এক ফ্লাইটে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। সেখানে কয়েকটি ক্যাম্প ঘুরে অসহায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এর আগে শুক্রবার রাত ১১ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণ করেন বায়তুল মুকাদ্দাসের গ্রান্ড ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী।

টেকনাফ থেকে আওয়ার ইসলামের সংবাদদাতা ইকবাল আজিজ জানান, উখিয়া মুচন এলাকায় বাইতুল মুকাদ্দাসের ইমামকে নিয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করে স্বেচ্ছাসেবী সংস্থা গরীব এন্ড এতীম ট্রাস্ট।

ত্রাণ বিতরণে সঙ্গে ছিলেন, গরীব এন্ড এতীম ট্রাস্টের ফাউন্ডার শায়েখ সালেহ হামিদী, বিশিষ্ট আলেম ও রাজনীতিক খতিব তাজুল ইসলাম, হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা আনাস মাদানী ও শায়েখ ইমাম ফরিদ আহমাদ খান।

এছাড়া স্থানীয় সেনাসদস্য পুলিশ এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন।

উখিয়ার কুতুপালং ক্যাম্পে ত্রাণ বিতরণের পর বিকেলে বায়তুল মুকাদ্দাসের ইমাম ও ত্রাণ বিতরণ টিম টেকনাফের দারুল উলুম সাবরাং পৌঁছলে তাদের লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। রাতে দারুল উলুম সাবরাংয়ের মহা সম্মেলনে তিনি অংশ নেবেন এবং বয়ান করবেন বলে জানা যায়।

বায়তুল মুকাদ্দাসের গ্রান্ড ইমাম শায়খ আলী ওমর এখন ঢাকায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ