বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কালেকশন কি ভিক্ষাবৃত্তি?—দৃষ্টিভঙ্গির এক নির্মম বিকৃতি সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সমমনা ইসলামি দলগুলোর সংলাপে সম্মিলিত ৫ ঘোষণা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত কাশ্মিরে পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল

শিক্ষার্থীদের সততা ও নৈতিকতা চর্চায় 'সততা স্টোর' : থাকবে না বিক্রেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গফরগাঁওয়ের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতা বোধ জাগাতে বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে ‘সততা ষ্টোর’ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে 'সততা স্টোর' যৌথভাবে উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি সদস্য নাজমুল হক মিনজু ও বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুনসুর।

বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কুশন আহমেদ রনি বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতা বোধ জাগাতে বিক্রেতাবিহীন একটি সততা ষ্টোর খোলার পরামর্শ দেন।

আজ সকাল ১১টায় বিদ্যালয়ের একটি কক্ষ বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে সততা স্টোর যৌথভাবে উদ্বোধন করা হয়। এ সময় সকল শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক ফাতেমা আক্তার, মাজহারুল আলম, সরকার শাহীন সুলতানা, মোছাইদুল হক, আমিনুল হক, মমিনুল হক, মো. ইউসুফ প্রমুখ।

উল্লেখ্য, সততা ষ্টোরে যাবতীয় শিক্ষা উপকরণ থাকলেও কোনো বিক্রেতা থাকবে না। প্রতিটি পণ্যের গায়ে সুলভ মূল্য লেখা থাকবে। শিক্ষার্থীদের যার যা প্রয়োজন নিজ হাতে নিয়ে ক্যাশবাক্সে টাকা রেখে আসবে। পরে সেই টাকায় পুনরায় পণ্য ক্রয় করা হবে।

বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুনসুর বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা আর নৈতিকতা বোধ জাগাতে এটি চমৎকার একটি উপায় হতে পারে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ