শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৩ নারী নোবেল জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন শান্তিতে নোবেল জয়ী ৩ বিদেশি নারী ।

রবিবার ২৫ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টার দিকে তাঁরা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। পরে ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনে আসা শান্তিতে নোবেল জয়ী বিদেশী তিন নারী হলো ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার।

সোমবার ২৬ ফেব্রুয়ারী তাঁদের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে নোবেল জয়ী তিন নারী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তা তুলে ধরবেন বলে জানা গেছে।

রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরও সংহত করতে ঢাকার নারীপক্ষ নামক একটি নারী সংস্থার সহযোগিতায় নোবেল জয়ী তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, বিকাল সাড়ে ৩টার দিকে নোবেল জয়ী তিন নারী উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে এসে পৌঁছেন।

এসময় ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে নির্যাতিত কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে কুতুপালং ক্যাম্পের পশ্চিমে মধুর ছড়া নামক এলাকা পরিদর্শন করেন।

পরে ধর্ষণের শিকার পাঁচ জন রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেন এবং ওই ক্যাম্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করে রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন।

এসময় নারীপক্ষ এনজিও’র কর্মকর্তা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ