রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

'হাতিঝিলের মসজিদ উচ্ছেদ; মুসলমানদের জন্য কলঙ্কজনক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
ডেস্ক

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার শাইখুল হাদীস  মাওলানা মামুনুল হক বলেন, মসজিদের নগরীখ্যাত আমাদের ঢাকা শহর। এই শহরে মুসলমানদের ধর্মীয় ইবাদতের স্থান ‘মসজিদ’ উচ্ছেদ করা হয়েছে; যা এদেশের মুসলমানদের জন্য কলঙ্কজনক ঘটনা।

যে অজুহাতে হাতিরঝিলের মসজিদটি উচ্ছেদ করা হয়েছে, ধর্মপ্রাণ জনগণ তা কখনো মেনে নিবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গতকাল (মঙ্গলবার) সিরিয়ার নির্মম হত্যাযজ্ঞ বন্ধ ও সৌন্দর্য বর্ধনের নামে হাতিরঝিলে মসজিদ উচ্ছেদের প্রতিবাদে যুব মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পরবর্তি সংক্ষিপ্ত সমাবেশে  মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন,  সাথে সাথে সরকার ও সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে মসজিদটি পুনঃনির্মাণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আলেমদের এই দায়িত্ব দেয়া হোক। অন্যাথায় এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নেতৃত্ব তৌহদী জনতাকে সাথে নিয়ে হাতিরঝিল অভিমুখে যাত্রা করবো আমরা।

এছাড়াও সিরিয়ায় সাম্প্রতিক নৃসংশতার নিন্দা জানানো হয় মিছিল থেকে। মাওলানা মামুনুল হক বলেন, সিরিয়ার গৌতায় মুসলিম শিশু ও নারীদের উপর যে নৃসংশতা চলছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় তিনি ওআইসি ও বিশ্ব মুসলিম নেতৃবৃন্দদের সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য,  হাতিরঝিলের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে লেকের উপর বাঁশ-কাঠে নির্মিত বাইতুল মাহফুজ মসজিদটি গত কয়েকদিন আগে ভেঙ্গে ফেলা হয়। এরপর থেকে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। এবং ওলামায়ে কেরাম এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ