শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায়

আবারো পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:পাপুয়া নিউ গিনিতে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ মার্চ) দেশটির দক্ষিণের হেলা প্রদেশের পার্বত্য এলাকা সাউদার্ন হাইল্যান্ডসে এই ভূমিকম্প ঘটনা ঘটে।

হেলা প্রদেশের প্রশাসক উইলিয়াম বানডো বলেছেন, আমরা এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পেয়েছি। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কিন্তু আক্রান্ত এলাকাটিতে অনেক মানুষের বসবাস।

ইতোমধ্যে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় কাজ করা দুঃসাধ্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

আক্রান্তদের সহায়তায় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

নয়দিন আগে অর্থ্যাৎ গত ২৬ ফেব্রুয়ারি একই এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছিলো। সেবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬৭ জন মারা যান।

পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প
পোর্ট মোরেসবি: ওশেনয়িা মহাদেশের পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটিতে বলা হয়, এঙ্গা প্রদেশের পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

পাপুয়া নিউ গিনিতে অগ্নিকান্ডে নিহত ১০
পোর্ট মোরেসবি: পাপুয়া নিউ গিনির মানুস প্রদেশের একটি সুপারমার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় দশজন চীনা নাগরিক মারা গেছেন। সরকারি কর্মকর্তারা জানায় সেসময় তারা ঘুমিয়ে ছিলেন।

প্রাদেশিক পুলিশ প্রধান জানায়, লরেনগাও শহরের ওই মার্কেটের আগুন মুহূর্তের মধ্যে পাশের ভবনে ছড়িয়ে পড়লে ভবনের ভিতরে আটকাপড়া ছয় নারীসহ ওই দশজন আগুনে পুড়ে মারা যায়। খবর এএফপি’র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ ঘটনায় আরো দশজন নিখোঁজ রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ