রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

কুরআন হেফজ করল একই পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী ৩ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মিশরের বানী সুইভ প্রদেশের একই পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী দুই ভাই ও এক বোন সম্পূর্ণ কুরআন হেফজ করে সংবাদ পত্রের শিরোনাম হয়েছে।

বার্তা সংস্থা ইকনার খবরে বলা হয়,  দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে এক ভাই প্রাথমিক স্কুলের ছাত্র। সে কুরআন হেফজের ব্যাপারে বলে, আমি যখন স্কুল থেকে বাড়িতে আসি তখন কুরআন তিলাওয়াত করি এবং কারীদের তিলাওয়াত শুনি।

সে আরো বলে, বাবা-মায়ের অফুরন্ত উৎসাহের ফলে সে ও তার ভাই-বোন সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে।

মিশরের এই তিনি দৃষ্টি প্রতিবন্ধীর পিতা বলেন, “পবিত্র কুরআন মানুষের মনুষ্যত্বকে তৈরি করা এবং আমি শৈশবকাল থেকে এই শিশুদের মাঝে কুরআন প্রতি আকর্ষণ ও ভালোবাসা সৃষ্টি করেছি।”

এই তিনশিশুর চোখের অপারেশনের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে মিশরের সানা আল-খাইর দাতব্য ফাউন্ডেশন।  বোর্ডের প্রধান মুস্তাফা যামযাম বলেন, তাদের চিকিৎসা বিনামূল্যে করা হবে। ইকনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ