শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ৯ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজযাত্রী নিবন্ধনের জন্য নয় দিন সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ১ এপ্রিল পর‌্যন্ত নিবন্ধন করা যাবে।

আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) মো. হাফিজ উদ্দিন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

যুগ্ম সচিব জানান, নিবন্ধনের নির্ধারিত শেষ দিনে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত মাত্র ৬৮ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এখনো নিবন্ধন বাকি রয়েছেন ৫৯ হাজার ১৯৮ জন।

তাই নিবন্ধনের জন্য নয় দিন সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। ১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করতে পারবেন হজব্রত পালনের ইচ্ছুকরা।

হজব্রত পালনের জন্য এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদি আরব যেতে পারবেন বলে লক্ষ্যমাত্রা রয়েছে।

সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সময় বাড়ানো হয়েছে জানিয়ে যুগ্ম সচিব বলেন, হজযাত্রীদের পাশাপাশি হজ গাইড হওয়ার জন্য আবেদনের মেয়াদও ১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক আদেশ জারি করা হয়েছে।

এবারের নির্ধারিত ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যাবেন।

১ মার্চ থেকে সরকারি ব্যবস্থাপনায় এবং ৬ মার্চ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ