বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

বিএনপিতে অস্থিরতা জোটে মনোমালিন্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আন্দোলনের জন্য কর্মীদের চাপের পাশাপাশি সিনিয়র নেতাদের তেমন সহযোগিতা পাচ্ছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরম্নল ইসলাম আলমগীর। কোনো বিষয়ে সিদ্ধান্ত্ম নেয়ার জন্য বৈঠক ডাকা হলেও নানা অজুহাতে অনেকে তাতে যোগ দিচ্ছেন না হাসান মোল্লা।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় বিএনপিতে অস্থিরতা দেখা দিয়েছে। মুক্তি বিলম্বিত হওয়ার জন্য আইনজীবীদের ভুলের বিষয়টি সামনে আসাসহ কয়েকটি কারণে আইনজীবীদের মধ্যে একরকম বিভক্তি সৃষ্টি হয়েছে।

এ ছাড়া নির্বাচনের বিষয়ে এখনই একটা সিদ্ধান্ত্ম নেয়ার ইসুকে কেন্দ্র করে ২০ দলীয় জোটের মধ্যে মনোমালিন্য আছে। আর যৌথ নেতৃত্বে দল পরিচালিত হওয়ায় এক ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সিনিয়র নেতাদের কেউ আলোচনার মাধ্যমে সরকারের সঙ্গে সমঝোতার আহ্বান জানাচ্ছেন, আবার কেউ কঠোর হওয়ার হুশিয়ারি দিচ্ছেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজা হওয়ায় গত ৮ ফেব্রম্নয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। হাইকোর্ট জামিন দিলেও গত সোমবার সুপ্রিম কোর্ট আগামী ৮ মে পর্যন্ত্ম জামিন স্থগিত করে দেয়।

ফলে নির্বাচনের আগ পর্যন্ত্ম খালেদা জিয়া জামিন নাও পেতে পারেন, এমন ধারণা বিএনপির পাশাপাশি জনমনেও সৃষ্টি হয়েছে। কিন্তু এর আগ পর্যন্ত্ম বিএনপিসহ সমাজের বড় অংশই মনে করত, খালেদা জিয়া খুব কম সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আসবেন।

বিএনপির মধ্যেও এমন আশা ছিল। গত সোমবার থেকে সেই আশা হতাশায় পরিণত হয়। আর খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হওয়ায় দল ও জোটে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে মুক্তি বিলম্বিত হওয়ার জন্য নেতারা আইনজীবীদের দায়ী করছেন। এ নিয়ে উচ্চ পর্যায়ে একাধিক বৈঠকও হয়েছে। নিয়োগ করা হয়েছে বিদেশি আইনজীবীও।

খোঁজ নিয়ে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তির বিলম্বিত হওয়ার পেছনে আইনজীবীদের কী কী ভুল ছিল তা দলের পক্ষ থেকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে সামনে আসা দুটি বিষয় হচ্ছে- এক. জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন না করার পাশাপাশি বেশকিছু ক্ষেত্রে ভুল সংশোধন না করেই আদালতে খালেদা জিয়ার জবানবন্দি জমা দেয়া।

দুই. সাজা হওয়ার আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া মামলাগুলোতে জামিন নেয়ার পরামর্শও দেননি আইনজীবীরা। ফলে কারাগারে থাকা অবস্থায় গ্রেপ্তার দেখানোর মতো আইনি পঁ্যাচে পড়তে হয়েছে খালেদা জিয়াকে। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনজীবীদের বিষয়ে করণীয় ঠিক করতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ