বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

সাপ ধরতে ব্যর্থ ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈদ্যুতিক তারে আটকে থাকা চড়ুই, কিংবা কাদামাটিতে ডুবে যাওয়া গাভী উদ্ধার করে সুনাম কুড়ালেও সাপ ধরতে ধরাশায়ী হয়েছেন রাজশাহীর ফায়ার সার্ভিস কর্মীরা।

শুক্রবার সকালে নগরীর কুমারপাড়া এলাকার একটি বাড়িতে সাপ ধরতে গিয়ে না পেরে শেষমেষ অপর এক ব্যক্তির সাহায্য নেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় সুরজিৎ বাগচি নামের এক ব্যক্তির বাড়িতে সাপটি ঢুকে পড়ে।

সকালে তার দুই মেয়ে ঘুম থেকে উঠে দেখতে পায়, বিছানার ঠিক ওপরেই ঘরের তারের সঙ্গে ঝুলছে একটি গোখরা। উপায় না পেয়ে সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে খবর দেয়।

কিন্তু প্রশিক্ষণ না থাকায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা সাপ উদ্ধারে শেষ পর্যন্ত ধরাশায়ী হয়। পরে সাপ বিষয়ে অভিজ্ঞ রাজশাহীর পবা উপজেলার বোরহান বিশ্বাস নামের এক ব্যক্তির সহায়তা চান তারা। শেষ পর্যন্ত এক ঘণ্টার চেষ্টায় জীবিত উদ্ধার করা হয় সাপটিকে।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, কিভাবে ওই সাপটি ঘরের ভেতরে ঢুকেছে তা কেউ বলতে পারেনি।

এ বিষয়ে সুরজিৎ বাগচি বলেন, যেহেতু যেকোনো দুর্যোগে সাহায্যের জন্য মানুষ সবার আগে ফায়ার সার্ভিসকে ডাকে সুতরাং তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া জরুরি। কারণ ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তারা নিজেরাই যেন মোকাবেলা করতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ