সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ইরানের আকাশে ইসরাইলের এফ৩৫ স্টিল্থ ফাইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: যখন আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বেড়ে চলছে এবং আমেরিকা ও ইসরাইল কতৃক সিরিয়ায় ইরানি অবস্থানের পাশাপাশি বাশারপ্রশাসনের বিভিন্ন অবস্থানে হামলার তথ্য এমনকি খোদ ইরানে সম্ভাব্য হামলার তথ্য আসছে ঠিক তখনই কুয়েতের আল জারিদাহ নির্ভরযোগ্য সূত্রে জানায়, দুটো সর্বাধুনিক ইসরাইলি স্টিল্থ ফাইটার এ মাসে ইরানি আকশে প্রবেশ করেছে।

সূত্র জানায়, ফাইটার দুটো সিরিয়া ও ইরাকের আকাশ অতিক্রম করে ইরানি আকশে প্রবেশ করে যেখানে এগুলো বন্দর আব্বাস, ইসপাহান ও সিরাজেকে টার্গেট করে পর্যবেক্ষন চালায় এবং উপকূলে সম্ভাব্য ইরানি পারমানবিক প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনার ওপরে উড্ডয়ন করে।

প্রত্রিকাটি আরো জানায়, এই এফ৩৫ স্টিল্থ ফাইটার সিরিয়ায় মোতায়েন রাশিয়ার রাডারের পাশাপাশি এ অঞ্চলের সব রাডারকে ফাঁকি দিতে সক্ষম, তবে ইরানি আকশে প্রবেশের এ অপারেশন যুক্তরাষ্টের সাথে সমন্বয় করে হয়েছে না কি স্বতন্ত্রভাবে করা হয়েছে এ ব্যাপারে পত্রিকাটি সূত্রকে প্রশ্ন করলে তারা জানাতে অস্বীকার করে।

ইসরাইলের কাছে মাত্র সাতটি এফ৩৫ স্টিল্থ ফাইটার রয়েছে, যার কয়েকটি সম্প্রতি সিরিয়ায় এবং সিরিয়া-লেবানন বর্ডার এলাকায় হামলা পরিচালনা করেছে।

এ ফাইটারের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটা একবার জ্বালানি নিয়েই ইরানে দুইবার আসা-যাওয়া করতে সক্ষম।

সূত্র: গেটওয়ে পানডেট, আলজারিদাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ