সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

যুক্তরাষ্ট্রে মুসলিম তরুণীর ওপর হামলা, ২৫০০০ ডলারের ক্ষতিপূরণ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের মিশিগান হাসপাতালে জরুরি কক্ষে হিজাব পরিহিত একজন তরুণীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে মুসলিম-বিদ্বেষী ঘৃণা অপরাধ হিসেবে মনে করছেন ওই হিজাবধারী তরুণী।

হাসপাতালটির সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, হিজাব পরিহিত ওই তরুণী ইমার্জেন্সি কক্ষের ভিতরে হাঁটছেন। বরফের ওপর পড়ে যাওয়ার কারণে তিনি চিকিৎসার জন্য হাসপাতালটিতে আসেন। কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ পিছন থেকে একজন লোক এসে হাজির হন এবং তার মাথায় বার বার আঘাত করতে থাকেন। এক পর্যায়ে ১৯ বছর বয়সী ওই নারীকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেন।

হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা এবং কর্মচারীরা সাহায্য করার জন্য তাৎক্ষণিক সেখানে দৌঁড়ে আসলে তরুণী রক্ষা পান।

হামলাকারীর নাম জন ডিলিজ বলে জানা গেছে। পুলিশ জানায়, দিনের শুরুতে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছিল এবং হাসপাতালের অন্যান্য রোগীদেরকে তিনি বারবার হয়রানি করছিলেন।

ওই তরুণী হাসপাতালের নিরাপত্তা নিয়ে অভিযোগ করে বলেন, আক্রমণ প্রতিরোধ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের আরো কাজ করা উচিত ছিল।

ভিকটিমের আইনজীবী মাজেদ মোয়াগনি বলেন, ‘কোনো ব্যক্তি যদি এই ধরনের জঘন্য কাজ এবং ঝামেলার সৃষ্টি করে থাকে, তবে এই ক্ষেত্রে কর্তৃপক্ষের উচিত ছিল পুলিশ আগমনের পূর্বেই তাকে আটক রাখা।’

তিনি আরো বলেন, ‘লবিতে পাঁচজন লোক ছিল এবং সেখানে আমার ক্লায়েন্ট ছিলেন একমাত্র হিজাব পরিহিত ব্যক্তি।’

১৯ বছর বয়সী ওই তরুণী প্রায় ২৫,০০০ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন বলে তিনি জানান।

সন্দেহভাজনকে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আগামী মে মাসে তার পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারিত করা হয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস নিউজ

আরো পড়ুন আসানসোলের সেই ইমামকে ‘ভারতরত্ন’ দেয়ার দাবি কবীর সুমনের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ