রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

তালাক নিয়ে ভারতীয় মুসলিম নারীদের ব্যাপারে মিডিয়া যা বলছে তা কতটা সত্য?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লির রামলিলা ময়দানে তালাক বিলের বিরুদ্ধে একটি বিশাল নারী-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিল্লি ও দিল্লির বাইরে থেকে হাজার হাজার মুসলিম নারী এই সমাবেশে যোগ দেন।

মুসলিম পার্সনাল ল বোর্ডের এই মহা সমাবেশের আয়োজন করে। নারীরা তিন তালাক বিল লোক সভায় উত্থাপনের দিন থেকেই এর বিরোধিতা করে আসছেন। নারীরা একে নারী ও শিশুদের বিরোধী বিল বলছেন।

শান্তিপূর্ণ মহা সমাবেশের মাধ্যমে দেশ ও জাতিকে মুসলিম নারীরা জানিয়ে দিয়েছেন, তালাক বিল মুসলমানদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ওপর চাপানো হচ্ছে।

নারীদের এই ঐতিহাসিক সমাবেশ মিডিয়ার এ প্রচারণাকে মিথ্যা প্রমাণ করেছে যে, নারীরা শরয়ী কানুনের উপর আস্থাবান নন। মুসলিম নারীরা ঘোষণা করেছেন, তারা সব কিছু হারাতে রাজি আছেন কিন্তু ইসলামী আইনের বিরুদ্ধে কোনো চক্রান্ত কখনো সহ্য করবেন না।

সমাবেশে যোগ দিয়ে বিশিষ্ট আলেম মাওলানা সাইয়েদ জালালুদ্দীন উমরী বলেন, সরকারের এই বিল নারীদের পক্ষে নয়। এই বিলে মুসলিম নারীদের কোনো কল্যাণ নেই। এটাকে জোর করে কার্যকর করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ মাধ্যমে মুসলিম নারীদের সম্পর্কে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ লক্ষ মুসলিম পর্দানসীন নারী এর বিরুদ্ধে বেরিয়ে এসে প্রমাণ করেছেন যে, মুসলিম নারীরা এই বিলের বিরুদ্ধে। এই বিল তাদের দরকার নেই।

ইনস্টল করুন ইনলামী যিন্দেগী অ্যাপ

মুসলিম পার্সনাল ল বোর্ডের নারী সংগঠনের প্রধান ডা. আসমা যোহরা বলেন, এ বিল শুধু শরিয়ত বিরোধীই নয়, এটি ভারতের আইন, নারীদের অধিকার এবং ন্যায়বিচারের বিরোধী। এর বিরুদ্ধে আজ আমরা এখানে সমবেত হয়েছি।

তিনি বলেন, আমরা এই বিলকে প্রত্যাখ্যান করছি এবং এটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ডা. ফাতেমা মুযাফফার বলেন, আমরা নিজেদের সন্তান ও নিজেদের জীবন উৎসর্গ করতে পারি; কিন্তু দীন ও শরিয়ত বিরোধী কোনো আইন হতে দেবো না।

সূত্র রোজনামা খবরেঁ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ