শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

আবারো রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৬ বিদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাসপোর্ট, ভিসা ও অনুমোদন ছাড়া কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার অভিযোগে আবারও ১৬ বিদেশি নাগরিককে আটক করেছে র‌্যাব। আটককৃতদের মাঝে দুজন জার্মানির, ৬ জন যুক্তরাজ্যের ও ৮ জন যুক্তরাষ্ট্রের নাগরিক

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উখিয়া ও টেকনাফে দুটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদেরকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতকরা হলেন জার্মানির মার্শাল ও এন্ড্রুস লাঙ্গ; যুক্তরাষ্ট্রের এনটওনিটি মেরি, আন্ড্রে লুনিসিয়া, স্যামুয়েল কে হাসলাম, মেডিলাইন বেলি হাসলাম, টাটুম এডলি নেলসন, ট্রাসি মিচেল হাসলাম, মালাইসা ডান নেলসন, জন স্টিভেন ইভলিন; যুক্তরাজ্যের নিজার নাগিব দাহান, মার্কাস জেমস ভ্যালান্সি, মাজাফার, খালিদ হোসাইন, ইফতেখার মাসুদ ও লিন্ডসে গ্রিম সু।

র‌্যাব জানায়, অবৈধভাবে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার অভিযোগে বিগত সময়ে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে সতর্ক করা হয়েছিল। এরপরও কিছু বিদেশি আবারও পাসপোর্ট ও কোনো বৈধ কাগজপত্র ছাড়া উখিয়া এবং টেকনাফ থানায় কর্মরত রয়েছে এমন তথ্য আসে র‌্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই ১৬ বিদেশিকে আটক করা হয়। তাদের বাংলাদেশে অবস্থানের বৈধতা যাচাইয়ের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, এদের মধ্যে ১২ জনের পাসপোর্ট ও ভিসা নেই এবং বাকি চারজনের বিজনেস ও টুরিস্ট ভিসা থাকলেও আরআরআরসির অনুমতি ব্যতীত তারা টেকনাফ ও উখিয়ায় অবস্থান করে কাজ করছে যা আইনত অবৈধ।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উখিয়া থানায় পাঠানো হয়েছে।

আরো পড়ুন- আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের নেতাদের বিচার চাইলেন রোহিঙ্গা আইনজীবী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ