শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

‘মুফতী আমিনী রহ. এর প্রতিটি ঈমানী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন তিনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ফয়জুল্লাহ
মহাসচিব, ইসলামী ঐক্যজোট

বর্ষীয়ান আলেমেদ্বীন, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, ফেনী লালপুল সুলতানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, আলোকিত মানুষ গড়ার কারিগর, প্রখ্যাত বুজুর্গ, হযরত শাহ সুলতান আহমদ নানুপুরী রহ.এর অন্যতম খলিফা, সাহসী ও হক্কানিয়তের পতাকাবাহী, মুফতি সাঈদ আহমদ আজ সকালে ৯টা ৪০ মিনিটের দিকে নিজ হাতে গড়া দিনী মারকাজ জামিয়া ইসলামিয়া সুলতানিয়া লালপোল মাদরাসায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমার জানামতে হযরত মুফতী সাঈদ আহমাদ রহ. অনেকে গুণে গুণান্বিত ছিলেন। সুন্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছিল তাঁর জীবনের আলোকিত দিক।

তাঁর প্রতিটি কাজে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছিল চোখে পড়ার মতো। তিনি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ফেনী জেলা সভাপতি হিসেবে মুজাহিদে মিল্লাত মুফতী আমিনী রহ. এর প্রতিটি ঈমানী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন।

তিনি মুফতী আমিনী রহ. ঘনিষ্ঠ ছিলেন, ছিলেন সাহসী । আমি যতবার তাঁকে দেখেছি মুগ্ধ , অভিভূত হয়েছি। তাঁর আন্তরিকতাপূর্ণ দু'আ লাভ করেছি। তিনি হক কথা নির্দ্বিধায় বলতেন।

তিনি শরিয়তের সঠিক দিক নির্দেশনা দিতেন। পাশাপাশি হাজার হাজার পথহারা মানুষকে সঠিক পথের দিশা দিতেন।

আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস এই আলেমের ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরিদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

দেশবরেণ্য বিখ্যাত এই আলেম এর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস আলেম বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমিন।

মুফতি ফয়জুল্লাহ’র ফেসবুক টাইমলাইন থেকে

কেমন ছিলেন মুফতি সাঈদ আহমাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ