শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

এ কেমন প্রতিবাদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে কৃষকরা এবার অভিনব পন্থায় সরকারের প্রতিবাদ করেছেণ। কৃষকদের দুর্দশা নিয়ে সরকারের তেমন একটা গরজ নেই এমন দাবি করে তারা প্রতিবাদে নামেন।

সম্প্রতি গুজরাটে এমনই এক সরকারি উদ্যোগের বিরুদ্ধে একাট্টা হয়েছেন ৫ হাজারের বেশি চাষী।

কোনোভাবেই তারা কৃষি জমি অধিগ্রহণ হতে দেবেন না। প্রয়োজনে প্রাণ দিতেও রাজি বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন।

জানা গেছে, গুজরাটের ভবনগর জেলার কৃষক সমাজ প্রধানমন্ত্রী মোদির কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন নতুন জমি তো অধিগ্রহণ করা যাবেই না। বরং ২০ বছর আগে একটি বিদ্যুৎ প্রকল্পের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল তা বেকার ফেলে রাখায় ফেরত দিতে হবে।

কিন্তু তাদের কথায় সরকার কান না দিয়ে উল্টো জমি থেকে জোর করে সরিয়ে দেয়ায় সম্প্রতি কৃষকরা নিজেদের জমিতে গর্ত খুড়ে তাতে ঢুকে অভিনব প্রতিবাদ জানান।

নরেন্দ্র সিং গহিল নামে এক কৃষক বলেন, ‘এত দিন ধরে তারা আমাদের জমি ফেলে রেখেছে, কিছুই করে। এখন হয়তো আমাদের কাছ থেকে নতুন আইন অনুযায়ী কিনে নিতে হবে, অন্যথায় জমি ফিরিয়ে দিতে হবে যাতে আমরা কিছু চাষ করতে পারি।’

তিনি বলেন, ‘জমি ছাড়া আমরা মৃত। তারা চাইলে আমাদের মেরে ফেলতে পারে। জমি নিলে আমাদের প্রাণও নিতে হবে।’

এর আগেও ভারতের কৃষকরা নানা দুর্দশায় অভিনব উপায়ে প্রতিবাদ করেছেন। তবে ভারত সরকার কৃষকদের প্রতি এখন খুব একটা সদয় হয়নি বলেই তাদের দাবি।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ