শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

বুকে ব্যথা উঠলেই হার্ট অ্যাটাক মনে করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুকে প্রচন্ড ব্যথা মানেই কিন্তু হার্ট অ্যাটাক নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন হেল্থ প্রবলেমের কারণে বুকে ব্যথা করছে বা শরীরের বাঁ দিকে ব্যথা করছে। আজকে সেইরকমই কিছু হেল্থ প্রবলেম নিয়ে আলোচনা করবো ।

Frozen Shoulder : মাঝে মাঝেই ফ্রোজন শোল্ডারকে হার্ট অ্যাটাক বলে ভুল করা হয়। এই ক্ষেত্রে প্রচন্ড ব্যথা আর স্টিফনেস অনুভব হয় কাঁধে। লিগামেন্টস নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা হয়ে থাকে। ওষুধ খেয়ে বা সার্জারির সাহায্যে এটা ঠিক করা যায়।

Cervical Spondylosis : এটা হলে বাঁ হাতে প্রচন্ড ব্যথা হয় | ফলে অনেকেই মনে করেন হার্ট অ্যাটাক হয়েছে।এই ব্যথা হওয়ার কারণ গলার পেশীর ইনফ্ল্যেমেশন | এই রোগ একবার হলে সারানো মুশকিল। তবে সঠিক ব্যায়াম বা যোগা করলে অনেকটা কমবে ।

Osteochondritis : পাঁজরের ইনফ্ল্যেমেশন হলে হঠাৎ করে বুকে ব্যথা হতে পারে।ফলে একে অনেকেই হার্ট অ্যাটাক বলে ভুল করে ।

বদ হজম আর বমি : অ্যাসিডিটির কারণে বুক জ্বালা বা বুকে মারাত্মক ব্যথা হতে পারে | সঠিক ব্যায়াম‚ ঠিক মতো খাওয়াদাওয়া করলে সেরে যায়। তবে না সারলে অবশ্যই ডাক্তারের কাছে যান।

বদহজমের সঙ্গে ঘাম : ডায়বেটিস হলে রক্তে চিনির মাত্রা হঠাৎ করেই কমে যেতে পারে‚ ফলে প্রচন্ড ঘাম হয়।| এর সঙ্গে যদি বদহজম হয় তাহলে বুকে ব্যথা এবং ঘাম একসঙ্গে হবে। আর আপনি একে হার্ট অ্যাটাক বলে ভুল করবেন।

একটা কথা মনে রাখতে হবে‚ বুখে ব্যথা করলে‚ তা সে যে কারণেই হোক না কেন ডাক্তারের কাছে যাওয়া উচিত।

আরও পড়ুন : হার্ট অ্যাটাক হলে দ্রুত এই ৪টি কাজ করুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ