শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

সেই অস্ত্র কারখানায় তাবলিগের মুসল্লি বেশে অভিযান চালায় র‌্যাব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গতকাল শনিবার  (২১ জুলাই) রাতে কক্সবাজারের মহেশখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায় বলে দাবি করে র‌্যাব।  পরে তাবলিগ জামাতের মুসল্লি বেশে একটি অস্ত্র কারখানায় অভিযান চালায় র‌্যাব। ওই কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র তৈরির দুই কারিগরকে গ্রেফতার করা হয়েছে।

মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকার দুর্গম পাহাড়ে শনিবার রাত ৯টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান চালায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- কালারমারছরা এলাকার মৃত বদরুদ্দুজার ছেলে মো. আব্দুল হাকিম (৩৮) ও এনামুল হকের ছেলে মো. শহিদুল্লাহ (৩২)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান বলেন, দীর্ঘ অভিযানে কালামারছড়ার বিভিন্ন পাহাড় চষে বেড়ানো অস্ত্রধারীদের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময় হয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে মহেশখালীর কালামারছড়া এলাকায় শনিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মতে এলাকার গহীন অরণ্যে আরও একটি অভিযান চালায় র‌্যাব। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে একটি অস্ত্রের কারখানার সন্ধায় পায় র‌্যাব। হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে এই অস্ত্র তৈরির কারখানার অবস্থান। এই কারখানা থেকে ১২টি এসবিবিএল, ১টি ডিবিবিএল, ৭টি ওয়ান শুটার গান, ২৪ রাউন্ড তাজা কার্তুজ ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরমঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর মেহেদী হাসান।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা থেকে ছদ্মবেশে কালামারছড়া এলাকার অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। তাবলিগ জামাতের মুসল্লি বেশে একদল র‌্যাব সদস্য প্রথমে কালামারছড়া বাজার মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। পরে গহীন বনে অভিযানে যায়।

কক্সবাজারে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অভিযানে র‍্যাব

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ