বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ

মাত্র একটি বাক্যে উভয় জগতে কল্যাণের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আমরা যখন পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তখন কীভাবে চাইব, কী চাইব, কোনটি আগে চাইব- এমন নানা প্রশ্ন ঘিরে ধরে। এমন ভাবনার সঠিক দিশা রয়েছে হাদিসে। ইমাম আবু দাউদ তার সুনান গ্রন্থে সংকলন করেছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় ব্যাপক অর্থপূর্ণ বাক্য ব্যবহার পছন্দ করতেন। এছাড়া অন্য বাক্যগুলো এড়িয়ে যেতেন।’ (হাদিসটিকে শায়খ আলবানি সহিহ বলেছেন।)

আবু দাউদের ব্যাখ্যাগ্রন্থ আউনুল মাবুদে শায়খ আজিমাবাদি (রহ.) বলেন, ‘অর্থপূর্ণ বাক্য মানে দুনিয়া-আখিরাত উভয় জাহানের কল্যাণ সংক্রান্ত দোয়া করতেন। যে দোয়ার শব্দ হত কম, কিন্তু অর্থ হত ব্যাপক। যেমন আমরা দেখি কুরআনের (নিম্নোক্ত) আয়াতে এবং হাদিসে দুনিয়া-আখিরাতের সুস্থতার দোয়ায়।’

সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে, আনাস (রা.) বলেন, অধিকাংশ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হত কুরআনের (নিম্নোক্ত) আয়াত। ইমাম মুসলিম আরও যোগ করে বলেন, আনাস (রা.) নিজেও যখন দোয়া করতেন, এ দোয়া তিনিও উচ্চারণ করতেন।

দোয়াটি হলো :

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ : রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিলআখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার

অর্থ : আর তাদের মধ্যে কেউ কেউ বলে-হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর। (সূরা বাকারা, আয়াত : ২০১)

আরও পড়ুন: দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ