রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

সব বিদ্বেষ বাদ দিয়ে আলেমদের সাথী হও: মাওলানা যুবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

বিশেষ এক দাওয়াতী সফরে একটি কাফেলা নিয়ে টেকনাফ এসেছিলেন তাবলিগ জামাতের শুরা সদস্য ও বিশিষ্ট মুরব্বী হাফেজ মাওলানা যুবায়ের ৷

বেলা ১১ টায় টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ মারকাজ মসজিদে দাওয়াতে তাবলীগ ও বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন তিনি ৷

এ সময় দ্বীনপ্রিয় বিশাল জনতার উপস্থিতিতে মসজিদের কানায় কানায় ভর্তি হয়ে বাহিরাংশেও লোকসমাগম দেখা যায় ৷

এর আগে দীর্ঘ বয়ান করেন, দাওয়াতের মেহনত নিয়ে প্রায় একশ'টি দেশে সফরকারি ব্যক্তিত্ব বিশিষ্ট মুবাল্লিগুল ইসলাম মাওলানা নজরুল ইসলাম কাসেমী, টেকনাফ আল-জামিয়ার প্রধান পরিচালক মাওলানা মুফতি কিফায়তুল্লাহ শফিক এবং সাবরাং দারুল উলুম মাদরাসার প্রধান পরিচালক মাওলানা নুর মোহাম্মদ ৷

আপনার ব্যবসা সহজ করবে বিসফটি – বিস্তারিত জানুন

হাফেজ মাওলানা যুবায়ের আহমদ বলেন, দাওয়াতে তাবলীগের মেহনত এর মাকসাদ হল অন্তরে ইলমের শওক পয়দা করা ৷ এই কাজের প্রচার-প্রসারে ওলামায়ে কেরামের যথেষ্ট অবদান রয়েছে।

কিন্তু আজ কেন ওলামায়ে কেরামের সাথে আমাদের সাথীরা বিদ্বেষ পোষণ করে ৷ সকল বিদ্বেষ বাদ দিয়ে আলেম-উলামাদের কাছ থেকে দ্বীনের ইলম জেনে জেনে সহীহ দ্বীন মুতাবেক জীবন পরিচালনা করো ৷

ওলামায়ে কিরামের সম্মান আর তাদের সান্নিধ্য অর্জনের তাগীদ দিয়ে কাকরাঈলের বিশেষ জোড়ে ৩ চিল্লা ওয়ালা সাথীদের জোড়ার আহ্বান করে তার মুনাজাতের মাধ্যমে জোড় শেষ হয়৷

এতে উলাময়ে-কিরাম ও বিভিন্ন মাদরাসার তালিবে-ইলমসহ তাবলীগ জামাতের সাথী এবং আ'ম জনতা উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন মাওলানা নজরুল ইসলাম কাসেমী’র বয়ান ‘দাওয়াতে-তাবলিগে ফাঁটল সৃষ্টির মৌলিক ৩ কারণ’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ