বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

সব বিদ্বেষ বাদ দিয়ে আলেমদের সাথী হও: মাওলানা যুবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

বিশেষ এক দাওয়াতী সফরে একটি কাফেলা নিয়ে টেকনাফ এসেছিলেন তাবলিগ জামাতের শুরা সদস্য ও বিশিষ্ট মুরব্বী হাফেজ মাওলানা যুবায়ের ৷

বেলা ১১ টায় টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ মারকাজ মসজিদে দাওয়াতে তাবলীগ ও বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন তিনি ৷

এ সময় দ্বীনপ্রিয় বিশাল জনতার উপস্থিতিতে মসজিদের কানায় কানায় ভর্তি হয়ে বাহিরাংশেও লোকসমাগম দেখা যায় ৷

এর আগে দীর্ঘ বয়ান করেন, দাওয়াতের মেহনত নিয়ে প্রায় একশ'টি দেশে সফরকারি ব্যক্তিত্ব বিশিষ্ট মুবাল্লিগুল ইসলাম মাওলানা নজরুল ইসলাম কাসেমী, টেকনাফ আল-জামিয়ার প্রধান পরিচালক মাওলানা মুফতি কিফায়তুল্লাহ শফিক এবং সাবরাং দারুল উলুম মাদরাসার প্রধান পরিচালক মাওলানা নুর মোহাম্মদ ৷

আপনার ব্যবসা সহজ করবে বিসফটি – বিস্তারিত জানুন

হাফেজ মাওলানা যুবায়ের আহমদ বলেন, দাওয়াতে তাবলীগের মেহনত এর মাকসাদ হল অন্তরে ইলমের শওক পয়দা করা ৷ এই কাজের প্রচার-প্রসারে ওলামায়ে কেরামের যথেষ্ট অবদান রয়েছে।

কিন্তু আজ কেন ওলামায়ে কেরামের সাথে আমাদের সাথীরা বিদ্বেষ পোষণ করে ৷ সকল বিদ্বেষ বাদ দিয়ে আলেম-উলামাদের কাছ থেকে দ্বীনের ইলম জেনে জেনে সহীহ দ্বীন মুতাবেক জীবন পরিচালনা করো ৷

ওলামায়ে কিরামের সম্মান আর তাদের সান্নিধ্য অর্জনের তাগীদ দিয়ে কাকরাঈলের বিশেষ জোড়ে ৩ চিল্লা ওয়ালা সাথীদের জোড়ার আহ্বান করে তার মুনাজাতের মাধ্যমে জোড় শেষ হয়৷

এতে উলাময়ে-কিরাম ও বিভিন্ন মাদরাসার তালিবে-ইলমসহ তাবলীগ জামাতের সাথী এবং আ'ম জনতা উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন মাওলানা নজরুল ইসলাম কাসেমী’র বয়ান ‘দাওয়াতে-তাবলিগে ফাঁটল সৃষ্টির মৌলিক ৩ কারণ’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ