শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

অমৃতসরে দুর্ঘটনায় আহতদের রক্ত দিয়ে প্রশংসিত মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ 

ভারতের পাঞ্জাবের প্রদেশের অমৃতসরে রাবণ বধ দেখতে আসা তিন শতাধিক হিন্দু নারী পুরুষের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ার ঘটনা সবার জানা। ওই ঘটনায় কমপক্ষে ৭০ জন নিহত হয় এবং আহত হয় কয়েকশ মানুষ।

তবে আহত হিন্দুদের জরুরি ভিত্তিতে রক্ত সরবরাহ করেছে পাঞ্জাবের মাদরাসা শিক্ষার্থীরা। এ খবরটি খুব কম মানুষই জেনেছে।

ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস

ভারতের টিডিএন বাংলা এ নিয়ে নিউজ করার পর গতকাল দেশটিতে খবরটি ছড়িয়ে পড়ে। খবরে বলা হয় পাঞ্জাবের সবকটি মাদরাসায় জরুরি ঘোষণা দেয়া হয়, রেল দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে।

ভারতের উল্লেখযোগ্য গণমাধ্যমগুলোতে এ খবর না এলেও ছোট ছোট কয়েকটি মিডিয়ার কল্যাণে তা ছড়িয়ে পড়ে। এতে মাদরাসা শিক্ষার্থীদের অবদান উল্লেখ করে প্রশংসায় পঞ্চমুখ হন মানুষ।

সোশ্যাল সাইটে নেটিজেনরা লেখেন, প্রায় সময়ই মাদরাসাগুলির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়ে থাকে। কখনও বলা হয় সমাজবিরোধী কাজ কারবার হয় এই মাদরাসায়। কিন্তু পাঞ্জাবের অমৃতসরে ঘটে যাওয়া রেল দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে এগিয়ে এলো সেই মাদরাসাগুলিই।

মাদরাসা ছাত্রদের এমন কাজের প্রশংসা করে রাজনীতিক নায়েমা আনসারী বলেন, ‘অনেকেই অপবাদ দিয়ে থাকেন মাদরাসা ছাত্ররা গোঁড়া, সামাজিকতা জানেনা ইত্যাদি। মাদরাসার ছাত্ৰরা যে কতটা সামাজিক তা অমৃতসরে রক্তদানের ঘটনাই বয়ান করে দিচ্ছে।

তিনি বলেন, এই মাদরাসা ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনের অংশ নিয়েছিল। কাজেই তাদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

এর আগে গেল রমযান মাসে রোজা রেখেই রক্তদান করে শিরোনামে এসেছিলেন কলকাতার মেটিয়াব্রুজ এলাকার সাহসী যুবক ইমাম আলী মোল্লা। অমুসলিম মেয়ে সৃজিতার জন্য রক্তদান করে ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবতার নজির গড়ে সর্বত্র প্রশংসা পান।

একই ইস্যুতে মন্তব্য করেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আসগর আলী। বলেন, অনেকের কাছে মাদরাসা ছাত্রদের এই রক্তদান নতুন এবং অভিনব মনে হতে পারে। কিন্তু না, মাদরাসাগুলি বহু আগে থেকেই এ ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছে।

আমরা হিন্দু-মুসলিম বুঝি না। আমরা শিখেছি একজনের প্রাণ বাঁচালে সমগ্র মানব জাতিকে বাঁচানোর সমান।

উল্লেখ্য, অমৃতসরে দশেহরার দিন রাবণ দহনের সময় ঘটে যাওয়া রেল দুর্ঘটনার পর পাঞ্জাবের সবকটি মাদরাসায় জরুরি ঘোষণা দিয়ে মাদরাসা কতৃপক্ষ বলেছিল, তারা রেল দুর্ঘটনায় আহতদের রক্তদান করবে। গত শনিবার থেকে রক্তদান শুরুও করে দিয়েছে মাদরাসার ছাত্ররা।

এছাড়াও ট্রেন দুর্ঘটনায় আহতদের সহায়তার জন্য তাৎক্ষণিক ঘোষণা দেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী।

পুরনো ছবি দিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা ভারতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ