শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব

কাশ্মীর ইস্যুতে ওআইসিকে শক্ত ভূমিকা রাখার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ।।

পাকিস্তান ও মালয়েশিয়াসহ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওআইসিকে আরো কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মুহাম্মদ ও পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান।

সম্প্রতি ইমরান খানের মালয়েশিয়া সফরে মাহাথির মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎকালে যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, বিবৃতিতে তারা বলেন, বর্তমানে একটি শক্তিশালী জোট গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

মুসলিম উম্মাহর সমস্যার সমাধানে মালয়েশিয়া ও পাকিস্তান ঐক্যবদ্ধ প্রচেষ্টার ব্যাপারে একমত হন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দখলকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনায় তিনি ওআইসিকে ঐক্যবদ্ধভাবে কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান মালয়েশিয়ার ভিসা সহজ করার কথাও বলেন।

দুই দেশের প্রধানমন্ত্রীর এ বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষযয়ে আলোচনা হয়। নির্বাচনের সাফল্যে মাহাথির মুহম্মদকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

সভায় দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তা ও সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে জোড় দেয়া হয়।

এছাড়া ইসলামাবাদে পাকিস্তান ফ্রেন্ডশিপ সামিটের সভা অনুষ্ঠিত হওয়ার কথা কথা রয়েছে আগামী বছর, এ বিষয়েও সহযোগিতা কামনা করেন ইমরান খান।

উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও নিরাপত্তা জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়। মাহাথির মুহাম্মদ পাকিস্তানের বর্তমান সংকট কাটিয়ে উঠতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

যৌথ বিবৃতিতে আরো বল হয়, দুর্নীতি অবসান ঘটাতে পাকিস্তান ও মালয়েশিয়া এক সঙ্গে কাজ করবে।

ইমরান খান ও মাহাথির মুহাম্মদ মুসলিম দেশগুলোর সমস্যা সমাধানে দেশনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসবাদ কোনো ধর্মের সঙ্গে যুক্ত হতে পারে না।

স্থায়ীভাবে সৌদির পাশে থাকার অঙ্গীকার ট্রাম্পের

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ