বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াতের ৯৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা  অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু তিস্তা প্রকল্পের কাজ: আসিফ মাহমুদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নিউইয়র্কে ১০ লাখ মুসলিম মর্যাদার সঙ্গে বসবাস করবেন: মেয়র মামদানি টাইফুন কালমেগির আঘাত ফিলিপাইনে, নিহত ৬৬ ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান  ত্রাণ প্রবেশে বাধা, যুদ্ধবিরতিতেও ক্ষুধার্ত গাজা আফগানিস্তান প্রথমবারের মতো রাশিয়ায় আপেল রপ্তানি শুরু করেছে

চট্টগ্রামের আল আমিন সংস্থার মাহফিল নিয়ে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহি দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ঐতিহাসিক তাফসীরুল কুরআন ও আন্তর্জাতিক কেরাত মাহফিল সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামি ৫, ৬ ও ৭ ডিসেম্বর আল আমিন সংস্থার ঐতিহাসিক তাফসীরুল কুরআন ও আন্তর্জাতিক কেরাত মাহফিল অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

নির্বাচনের কারণে এ মাহফিল পেছানো বা স্থগিত হবে না বলেও সভায় বক্তারা জানিয়েছেন। ইতোমধ্যে প্রশাসনিক কার্যক্রমও শেষ করেছে দীনি সেবামূলক এ সংস্থাটি।

মতবিনিময় সভায় আয়োজকরা জানান, এবারের মাহফিলে দেশবরেণ্য বক্তাদের দাওয়াত দেয়া হয়েছে। উত্তর চট্টলার বিশাল এ সম্মেলনে ২০ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। ব্যয়বহুল এ মাহফিলে সবাইকে সার্বিক সহযোগিতার আহবান জানানো হয়।

মাওলানা ইবরাহিম খলিলের সঞ্চালনা এবং মাওলানা আনাস মাদানী'র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাওলানা আবু আহমদ, মুফতি মুহাম্মদ আলী কাসেমী মেখলী, মাওলানা মইনুদ্দিন রুহি, মাওলানা মীর ইদরিস নদভী, মাওলানা সফিউল্লাহ প্রমুখ।

এছাড়াও ছিলেন মাওলানা ইউনুছ, মাওলানা জাফর, কারী আব্দুর রহমান, মাওলানা শফিউল্লাহ, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ রাশেদ, রহিম শাহ সহ আল আমিন সংস্থার উপদেষ্টা পরিষদ, কার্যকরি পরিষদ, সংস্থার সদস্য, হাটহাজারী বাজার ব্যবসায়ি ও সাংবাদিকবৃন্দ।

আগামী জুমার নামাযে সব মসজিদে মাহফিলের প্রচারণা ও দোয়া কামনার পাশাপাশি সর্বস্তরের মুসল্লিদের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন আয়োজকবৃন্দ।

সংস্থার সহসভাপতি মাওলানা আনাস মাদানীর বিদায়ী বক্তব্য এবং মাওলানা আবু আহমদের দোয়ার মাধ্যমে সভা শেষ করা হয়।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ