আওয়ার ইসলাম: রাজধানীর খিলগাঁওয়ে খতমে নবুয়াত মহাসম্মেলন আজ বুধবার (২৭ মার্চ)। বেলা ২টা থেকে খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই মহাসম্মেলন শুরু হবে।
‘আহমদিয়া মুসলিম জামায়াত নামধারী কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা’র দাবিতে এই মহাসম্মেলনের আয়োজন করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত-এর সহ-সভাপতি আশরাফ আলী দা. বা. এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী।
এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত-এর সহ-সভাপতি আল্লামা জুনাইদ বাবুনগরী এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত-এর সেক্রেটারি জেনারেল হাফেজ মুহাম্মদ নূরুল ইসলাম দা. বা.।
এ ছাড়া, এই মহা সম্মেলনে দেশের বরেণ্য ইসলামি পণ্ডিতরা বক্তব্য রাখবেন।
কেপি