বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াতের ৯৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা  অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু তিস্তা প্রকল্পের কাজ: আসিফ মাহমুদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নিউইয়র্কে ১০ লাখ মুসলিম মর্যাদার সঙ্গে বসবাস করবেন: মেয়র মামদানি টাইফুন কালমেগির আঘাত ফিলিপাইনে, নিহত ৬৬ ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান  ত্রাণ প্রবেশে বাধা, যুদ্ধবিরতিতেও ক্ষুধার্ত গাজা

মসজিদের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে তরুণ খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জে মসজিদের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে মিজানুর রহমান (১৯) নামে এক তরুণ খুন হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের পূর্ব সদরঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মিজান সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মৃত রহিম মিয়ার ছেলে। তিনি ওই এলাকার বালু-পাথর ব্যবসায়ী ছিলেন।

নিহতের বড়ভাই জুনায়েদ আহমদ জানান, সদর উপজেলার সদরগড় গ্রামের মসজিদের নামে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও বালু-পাথরবাহী স্টিলবডি নৌকা থেকে টাকা তোলেন মিজানুর। এর পর বাড়ি ফিরে তার অপর দুই সহযোগী রেজাউল ও আবদুর রহমানকে নিয়ে সকাল ৭টার দিকে ফের বের হয়ে পাশের গ্রাম অক্ষয়নগরের খালের মুখে যান।

এ সময় সেখানে নুরুজ্জামান ওরফে নইদ্যার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মসজিদের টাকা তুলতে বাধা দেয়। পরবর্তী এ নিয়ে ক্ষুব্ধ হয়ে নুরুজ্জামান নইদ্যাসহ তার অপর সহযোগীরা মিজানুরকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে খালের মুখেই ফেলে রেখে যায়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, সুরতহাল রিপোর্ট তৈরির পর মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আসামি গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ