মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


শুরু হচ্ছে ভ্রান্ত ধর্ম ও ভ্রান্ত মতবাদ বিষয়ক ১০দিনব্যাপি বিশেষ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

আগামী ২৫ এপ্রিল রংপুর মহানগরের সুলতান মোড় সংলগ্ন মাদরাসা হামিউচ্ছুন্নাহ তাবলীগুল উলূমে শুরু হচ্ছে ভ্রান্ত ধর্ম ও ভ্রান্ত মতবাদ বিষয়ক ১০দিন ব্যাপি বিশেষ প্রশিক্ষণ কোর্স।

দারুল উলূম হাটহাজারীর উচ্চতর দাওয়াহ ও ইরশাদ বিভাগের উস্তাদ মুফতি আব্দুল্লাহ নাজীবের তত্ত্বাবধানে পরিচালিত কোর্সে প্রশিক্ষণ দিবেন হাটহাজারী মাদরাসার দাওয়াহ ইরশাদ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মুহিউদ্দীন যুলফিকার।

কোর্স আয়োজকরা জানান, কোর্সে ৬টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। খ্রিস্টবাদ, কাদিয়ানী, শীয়া, মওদূদীবাদ, সালাফী (আহলে হাদীস), বেরলভী (প্রচলিত সুন্নী) এসব মতবাদের পাশাপাশি বাংলা প্রমিত উচ্চারণ ও লেখালেখি নিয়ে প্রাথমিক ধারণা দেয়া হবে।

১০দিনব্যাপি কোর্সে ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা আর খাবারের ফি পরামর্শ সাপেক্ষে নির্ধারণ করা হবে।

রংপুরের আলেম ও শিক্ষার্থীদের উক্ত কোর্সে অংশগ্রহণের আহবান জানিয়েছেন রংপুর সুলতানমোড় মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মানযুর।

কোর্সে ভর্তি বিষয়ে জানতে যোগাযোগ করুন ০১৭১০৫২৯১৭৮।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ