বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ

সেই পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের গোপালপুরে পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আল-আমিনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার পঞ্চনগর গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওইদিন বিকেলে র‌্যাব-১২ সদর দপ্তরে র‌্যাব-১২ অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এক সংবাদ সম্মেলনে বলেন, টাঙ্গাইলের গোপালুর থানার হুমায়ুন কবীর পাকিস্তানে থাকাকালীন পাকিস্তানি মহিলা নাগরিক নিলুফা ইয়াসমিনকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন।

পাঁচ মাস আগে ওই পাকিস্তানি নারী মেয়ে হুমায়রা বাবুকে (১৭) নিয়ে ভাসুর আবুল হোসেনের বাড়িতে বেড়ে আসেন। বাড়িতে থাকাকালীন ভাসুরের ছেলে আল-আমিন কিশোরী হুমায়ুরা বাবুকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

এ অবস্থায় ১৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কিশোরী মেয়েটি প্রাকৃতিক ডাকা সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আল-আমিন তার তিন সহযোগী অপহরণ করে নিয়ে যায়। পরদিন ১৭ এপ্রিল আল-আমিন বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে হুমায়রাকে নির্যাতন করেন। পরে জামালপুরের সরিষাবাড়ী থানার মহিষাকান্দি থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গোপালুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাব-১২ সদস্যরা বিভিন্নস্থানে আসামি ধরতে অভিযান চালায়। ২৩ এপ্রিল র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা কুড়িগ্রামের রাজিপুর থানার পঞ্চনগর থেকে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ