বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ

কঙ্গোতে নিহত হলেন পুলিশের অতিরিক্ত আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ ফ্রন্ট পুলিশ ইউনিটের মেডাল প্যারেডে যোগ দিতে গিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রৌশন আরা বেগম এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের কমান্ডার (এসপি) ফারজানাসহ আরো দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির কিনশাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা।

তিনি বলেন, একটি লরির সঙ্গে ধাক্কা লেগে রৌশন আরা বেগমকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে রৌশন আরা নিহত ও ফ্রন্ট পুলিশ ইউনিটের কমান্ডার (এসপি) ফারজানা ও তার গাড়ির চালক আহত হয়েছেন। তবে তারা দুজন নিরাপদে আছেন বলে আমরা জানতে পেরেছি।

১৯৯৪ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে রৌশন আরা কক্সবাজার, টাঙ্গাইল, কুমিল্লা ও চট্টগ্রামে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশের ইতিহানে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান তিনি। এরপর ২০১৮ সালের ৬ নভেম্বর অতিরিক্ত আইজিপি হন রৌশন আরা বেগম।

রৌশন আরা ঢাকার মগবাজারের সাবেক টিএন্ডটি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ভিকারুননিসা-নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি দেশের বাইরে থেকেও বেশ কয়েকটি কোর্স করেছেন।

পেশাগত জীবনে পুলিশে অবদানের স্বীকৃতি হিসেবে দুইবার আইজিপি ব্যাচপ্রাপ্ত, পুলিশ পদক ‘পিপিএম’, ‘অনন্যা শীর্ষ দশ-১৯৯৮’ ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের স্কলারশিপ অ্যাওয়ার্ড-২০১২ লাভ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ