রবিবার, ২৫ মে ২০২৫ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার নতুন কমিটি ভারতকে মোকাবিলায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মাওলানা আবু তাহের রাহমানী প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের সহধর্মিণীর ইন্তেকাল  পানি ইস্যুতে উত্তপ্ত পাক-ভারত সম্পর্ক, জাতিসংঘে সরব ইসলামাবাদ চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না : প্রেসসচিব আরাফায় হাজিদের গরমের তীব্রতা থেকে বাঁচাতে বিশেষ উদ্যোগ আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সব খবর ২৫/০৫/২০২৫ বিকেলে প্রধান উপদেষ্টার সংলাপে যাচ্ছে ইসলামি দলগুলো ভারত, পাকিস্তান, ইরান এমনকি চীনের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তালেবান

হাফিজ সাঈদ ও মাসুদ আজহার সম্পৃক্ততায় পাকিস্তানে ১১ সংগঠন নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লস্করে তৈয়্যেবা ও জামায়াতুদ দাওয়াহর নেতা হাফিজ সাঈদ ও জইশ-ই-মোহাম্মদের নেতা মাসুদ আজহারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে ১২টি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন ও জিও নিউজ এ খবর দিয়েছে। ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের (এনএপি) অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবরে বলা হয়।

নিষিদ্ধ ঘোষিত ওই সংগঠনগুলো হলো- আল আনফান ট্রাস্ট (লাহোর), ইদারায়ে খেদমতে খালক (লাহোর), আদ-দাওয়া ওয়াল ইরশাদ (লাহোর), আল হামদ ট্রাস্ট (লাহোর ও ফয়সালাবাদ), মসজিদ ওয়েলফেয়ার ট্রাস্ট (লাহোর), আল মদিনা ফাউন্ডেশন (লাহোর), মুয়াজ বিন জাবাল এডুকেশন ট্রাস্ট (লাহোর) আল ইসার ফাউন্ডেশন (লাহোর), আর-রহমত ট্রাস্ট অর্গানাইজেশন (ভাওয়ালপুর) এবং করাচির আল ফোরকান ট্রাস্ট।

পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুদ দাওয়াহ, ফালাহ ইনসানিয়াত ফাউন্ডেশন এবং জইশ-ই-মোহাম্মদের সঙ্গে এ প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা রয়েছে।

প্রসঙ্গত ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারের একটি স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটির সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়।

সূত্র: জিও নিউজ, দ্য ডন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ