রবিবার, ২৫ মে ২০২৫ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আবুল ফাতাহ কাসেমীর ‘ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা’ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত পাকিস্তানে প্রবল ঝড়-বৃষ্টিতে নিহত অন্তত ১৯, ব্যাপক ক্ষয়ক্ষতি: ডন আদালতে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যাচেষ্টা জেরুজালেমে সাইরেন, হুতির ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সেনাদের মাওলানা ইসমাঈল বরিশালীর স্বাস্থ্যের উন্নতি মাদরাসা শিক্ষা উভয় জগতে সফলতার জন্য অপরিহার্য : ইআবি ভিসি পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের সঙ্গে শায়খে চরমোনাইয়ের একাত্মতা নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে: খেলাফত আন্দোলন জিম্মি স্বজনদের প্রশ্ন ‘রাতের ঘুম হয় কীভাবে, মিস্টার নেতানিয়াহু?’ মুজাহিদ কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি হলেন গিয়াস উদ্দিন খান

‘শ্রীলঙ্কায় গির্জার হামলাকে কেন্দ্র করে মুসলমানদের ওপর নিপীড়ন মেনে নেয়া যায় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় কয়েকদিন আগে ইস্টার সানডে’তে কয়েককটি গির্জা ও অভিজাত হোটেলে একযোগে উগ্রবাদীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে সেদেশের মুসলমানদের ওপর হামলা, বাড়ীঘরে আগুন ও মসজিদ বন্ধ করে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমে অবস্থিত শহর কিনিয়ামায়সহ বিভিন্ন এলাকায় মসজিদের দরজা-জানালা ভাংচুর করেছে এবং মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে আগুন দেয়া এবং মাটিতে ছিটকে ফেলার ঘটনাকে কোনভাবেই মেনে নেয়া যায় না।

খ্রিস্টান-প্রধান শহর চিলৌতে মুসলিমদের দোকানপাটে ও মসজিদে আক্রমণের ঘটনা ঘটে। এভাবে মুসলমানদের ওপর একের পর এক আক্রমন সহ্য করা যায় না। অপরদিকে পীযুষ বন্দোপাধ্যায়-এর বিজ্ঞাপনে টাখনুর উপর কাপড় পড়া "জঙ্গী লক্ষণ" বলে প্রচার করে মুসলমানদের মূল্যবোধে আঘাত করেছে।

শ্রীলঙ্কায় মুসলমানদের ওপর হামলা ও পীযুষ মুসলমাদেরকে আঘাত করে বিজ্ঞাপন প্রকাশ একইসূত্রে গাঁথা। তিনি বলেণ, দেশে দেশে ইসলামবিরোধী শক্তিগুলো এক হয়ে মুসলমানদের নামনিশানা মুছে ফেলতে কাজ করে যাচ্ছে।

নিউমার্কেট থানা ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউমার্কেট থানা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। থানা সভাপতি আলহাজ্ব কামরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা কামাল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশে।

প্রধান অতিষ অতিথি ছিলেন সংগঠনের দক্ষিণ জয়েণ্ট সেক্রেটারী হাজী আব্দুল আউয়াল মজুমদার ও শ্রমিকনেতা হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া। এছাড়াও থানা নেতৃবৃন্দ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেনথির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। পীযুষ বন্দোপাধ্যায়রা ইসলামকে কলঙ্কিত করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে। অবিলম্বে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার দায়ে পীযুষকে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে ব্যর্থ হলে তৌহিদী জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ