সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


উত্তর-দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: পাবনার ভাঙ্গুড়ার শরৎনগর এলাকার কইডাঙা রেল ব্রিজ অংশে ঝড়ে বেশকিছু গাছ উপড়ে পড়ে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক ঝড়ে ভাঙ্গুড়া উপজেলার রেল পথে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে। এ কারণে সাময়কিভাবে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে পড়ে যাওয়া গাছ সরিয়ে নেওয়া জন্য বিভাগীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। রেল যোগাযোগ বন্ধ থাকার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীমুখী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনটি ভাঙ্গুড়াতে আটকা পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ