বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

ডিএনসিসি ৫০নং ওয়ার্ড ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে অনুদান বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫০ নং ওয়ার্ড কর্তৃক ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে অনুদান বিতরণ সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় দক্ষিণখানস্থ ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামীমের কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়। এসময় ৫০ নং ওয়ার্ডে অবস্থিত ৪২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সর্বমোট ১,২৬,০০০ টাকার অনুদান তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামীম।উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানটিতে ইমাম ও মুয়াজ্জিনদের উপস্থিতিতে ডি এম শামীম বলেন, আপনাদের দোয়ায় আমি নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও যেন বার বার জনগণের সেবক হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি, সেজন্য আমি দোয়া প্রার্থী।

বিশেষ করে ৫০নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ক্ষেত্রে প্রত্যেক ইমামগণের কাছে সহযোগিতা চাই। আপনারা আপনাদের মিম্বারগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক ও সস্ত্রাসের বিরুদ্ধে রুঁখে দাঁড়ান। তাহলে আমরা জনপ্রতিনিধিরাও সমাজের গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারব।

এজন্য এলাকার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণের একান্ত সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫০ নং ওয়ার্ডের উন্নয়নে আমার সর্বোচ্চকে কাজে লাগিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখব এবং সেই সাথে সকল ভালো কাজে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক শাহ্ বুলবুল আহ্মেদ, ইঞ্জিনিয়ার মোঃ আজিজুল হক, মোঃ নুরুল ইসলাম সরকার, আমির উদ্দিন দেওয়ান জামে মসজিদের মোতওয়াল্লী ও সভাপতি যথাক্রমে মোঃ নুরুউদ্দিন দেওয়ান ও মোঃ রফিকুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ