মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

দাওরায়ে হাদিসের ফলাফল প্রকাশ শাওয়াল মাসের শেষ সপ্তাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আরবি শাওয়াল মাসের শেষ সপ্তাহে আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত তাকমিল জামাতের ফলাফল প্রকাশিত হবে।

আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ-এর সদস্য মাওলানা মুসলেহুদ্দীন রাজু আজ আওয়ার ইসলামকে এমনটিই জানিয়েছেন।

তিনি জানান, ‘ফলাফল প্রকাশের জন্য অফিসের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাওয়ালের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।’

জানা গেছে, ‘চলতি সপ্তাহে কিছু উত্তরপত্র জমা হয়েছে। আশা করছি, শাওয়ালের শুরু সপ্তাহের মধ্যে সব উত্তরপত্র জমা হয়ে যাবে। উত্তরপত্র নিরীক্ষণ এর কাজও শুরু হয়েছে। ফলাফল প্রস্তুতির কাজ যথা নিয়মে অগ্রসর হচ্ছে। কোনো ধরনের জটিলতা নেই।’

এর আগে গত ৮ এপ্রিল (সোমবার) পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত শেষ হওয়ার কথা থাকলেও পরীক্ষা নির্দিষ্ট তারিখে শেষ হয়নি। তবে এ কারণে ফলাফল প্রকাশে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানা গেছে।

জানা যায়, এবারের পরীক্ষায় ৩৬১টি কেন্দ্রে মোট ২৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ছাত্রী-শিক্ষার্থীদের কেন্দ্র ছিলো ১২৭টি। ঢাকায় ৩৯টি ছেলেদের কেন্দ্র ও ২৬টি মেয়েদের কেন্দ্র ছিলো।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল’২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার শিক্ষা সনদের মান ঘোষণার পর আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ এর ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো সম্মিলিত পরীক্ষা অনুষ্ঠিত হলো। তবে  জাতীয় সংসদে কওমি শিক্ষা আইন পাশ হওয়ার পর এটাই হাইয়াতুল উলয়ার প্রথম কেন্দ্রীয় পরীক্ষা। এতে দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসা অংশগ্রহণ করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ