সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

যেভাবে জানা যাবে একাদশে ভর্তির ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ড। আগামীকাল সোমবার ভর্তির প্রথম ধাপের মেধাতালিকা প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. হারুন অর রশিদ তথ্যটি নিশ্চিত করেছেন।

আজ রোববার দুপুরের মধ্যেই ওয়েবসাইটে কলেজের ভর্তির ফল হালনাগাদ করা হবে, আগামীকাল সোমবার তা উন্মুক্ত করা হবে।

যেভাবে জানা যাবে ফল ভর্তিচ্ছুরা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনকারীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুঁজতে হবে। এছাড়া মোবাইলের মাধ্যমেও একাদশে ভর্তির ফল জানা যাবে। এ ক্ষেত্রে সোমবার মধ্যরাতের পর এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১১-১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতি শিক্ষার্থীকে টেলিটক, রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন ফি বাবদ ১৯৫ টাকা পরিশোধ করতে হবে। এতে কেউ ব্যর্থ হলে তার ভর্তির মনোনয়ন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

গত ১২-২৩ মে একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী ৫-১০টি কলেজের জন্য অনলাইনে আবেদন করেন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন অংশ নিয়ে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন উত্তীর্ণ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ