মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

যেভাবে জানা যাবে একাদশে ভর্তির ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ড। আগামীকাল সোমবার ভর্তির প্রথম ধাপের মেধাতালিকা প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. হারুন অর রশিদ তথ্যটি নিশ্চিত করেছেন।

আজ রোববার দুপুরের মধ্যেই ওয়েবসাইটে কলেজের ভর্তির ফল হালনাগাদ করা হবে, আগামীকাল সোমবার তা উন্মুক্ত করা হবে।

যেভাবে জানা যাবে ফল ভর্তিচ্ছুরা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনকারীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুঁজতে হবে। এছাড়া মোবাইলের মাধ্যমেও একাদশে ভর্তির ফল জানা যাবে। এ ক্ষেত্রে সোমবার মধ্যরাতের পর এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১১-১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতি শিক্ষার্থীকে টেলিটক, রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন ফি বাবদ ১৯৫ টাকা পরিশোধ করতে হবে। এতে কেউ ব্যর্থ হলে তার ভর্তির মনোনয়ন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

গত ১২-২৩ মে একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী ৫-১০টি কলেজের জন্য অনলাইনে আবেদন করেন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন অংশ নিয়ে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন উত্তীর্ণ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ