সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

আফগান-তালেবান শান্তি আলোচনার নতুন দুয়ার খুলছে : খলিলজাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তান পুনর্গঠনে তালেবানের সঙ্গে শান্তি আলোচনার নতুন দুয়ার খুলছে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের আফগানিস্তান বিষয়ক মার্কিন দূত জামাল খলিলজাদ।

এক টুইট বার্তায় তিনি বলেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে একটি তাৎপর্যপূর্ণ সাক্ষাত হয়েছে। সেখানে শান্তির জন্য আন্তর্জাতিক ঐক্য উন্নয়নের ব্যাপারে কথা হয়েছে।

তিনি লেখেন, আঞ্চলিক চাওয়া ও প্রত্যাশাগুলোর প্রতি গুরুত্ব দেয়ার পাশাপাশি আঞ্চলিক সম্পর্ক ও উন্নয়নের লক্ষ্যে সাম্প্রতিক পাক-আফগান ইতিবাচক তৎপরতাগুলো নিয়েও পর্যালোচনা করা হয়েছে।

আন্তঃআফগান শান্তি আলোচনা’র তাৎপর্য একটি বিশেষ চুক্তির মর্যাদায় ভূষিত হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৯ জুন) আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট মুহাম্মদ আশরাফ গনির সঙ্গে সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।

আফগান প্রেসিডেন্ট অফিসের সূত্রে জানা যায়, খলিলজাদ শান্তির জন্য তার নতুন কূটনৈতিক অভিসন্ধির ব্যাপারে ব্রিফিং দিয়েছেন, যেটি নিয়ে তিনি ইউরোপ ও পাকিস্তানেও সফর করেছেন।

সূত্রটি জানায়, ইতোমধ্যে দুপক্ষই শান্তি আলোচনায় জার্মানির নীতির ওপর নমনীয় অভিব্যক্তি প্রকাশ করেছে এবং আসন্ন আন্তঃআফগান শান্তি আলোচনা শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকে অন্তত ছয়বার খলিলজাদ তালেবানের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তালেবান আফগানিস্তানে যুদ্ধবিরতিতে অস্বীকৃতি জানিয়েছিল প্রতিবারই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ