সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

জাকির নায়েককে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া। সম্প্রতি স্থানীয় পত্রিকা দ্য স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বলেন, জাকির নায়েক মনে করেন তিনি ভারতে সুবিচার পাবেন না। তাই মালয়েশিয়া সরকার তার আশঙ্কাকে সমর্থন জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

৫৩ বছর বয়সী জাকির নায়েককে ভারত সরকারের হাতে তুলে না দেয়ার অধিকার মালয়েশিয়ার রয়েছে বলেও জানান মাহাথির। এছাড়া বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করা এই ইসলামিক বক্তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের পক্ষ থেকে কূটনৈতিক সূত্রে একাধিকবার অনুরোধ করা হলেও, সেটি রক্ষা করেনি কুয়ালালামপুর সরকার।

জাকির নায়েক ইসলামি বক্তব্য প্রচারের মাধ্যমে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেন। তার পরিচালিত পিছ টিভির বিশ্বজুড়ে প্রায় ২০ কোটির মতো দর্শক রয়েছে। চ্যানেলটি দুবাই থেকে সম্প্রচারিত হয়ে থাকে।

তবে ভারত তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে ইন্ধন ও উগ্রবাদী মতাদর্শ প্রচারের অভিযোগ করে আসছে। এর ধরুন টিভি চ্যানেলটি ভারতে নিষিদ্ধও করা হয়।

উল্লেখ্য, ভারত থেকে ২৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৩৭ কোটি টাকা) বিদেশে পাচারের অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। দেশটির প্রসিকিউটর এই অভিযোগ গঠন করেন। তবে জাকির নায়েক তার ওপর আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ