সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

‘ঐ ছাত্র ছাত্র না, যে শেষ রাতে তার উস্তাদদের জন্য দোয়া করে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া ইসলামিয়া দারুল উলূম দিলুরোড মাদরাসা, মগবাজার, ঢাকা এর সবক ইফতিতাহ হয়েছে গতকাল ১৭ জুন সোমবার বাদ মাগরিব ।

ইফতিতাহি মজলিশে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, ঢাকার ফরিদাবাদ
মাদরাসার প্রধান মুফতি, প্রখ্যাত বুযুর্গ মুফতি আবু সাঈদ।

তিনি ছাত্রদেরকে মনযোগের সাথে পড়া- লেখার সাথে সাথে সবধরণের গুনাহ থেকে নিজেকে হেফাজত করার প্রতি জোর তাকিদ দেন। ইলমের পথে বাধা হয় এমন সকল বিষয় থেকেও নিজেকে হেফাজত করতে বলেন। বিশেষভাবে মোবাইলের ক্ষতি সম্পর্কে সকলকে সতর্ক করেন।

তিনি আলোচনার শেষ দিকে তার শায়খ মরহুম সুলতান আহমদ নানুপুরী রহ. এর একটি বাণীর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। নানুপুরী রহ. বলতেন, ঐ ছাত্র ছাত্র না যে শেষ রাতে তার উস্তাদের মর্যাদা বৃদ্ধি ও মাকবুলিয়্যাতের জন্য দোয়া করে না।

সবক ইফতিতাহে ইসলাম টাইমস নিউজ পোর্টালের সম্পাদক, কথাসাহিতিক মাওলানা শরীফ মুহাম্মদ । তিনি তার আলোচনায় ছাত্রদেরকে বিশেষ সাতটি বিষয়ে গুরুত্বারোপ করেন। ১. সময়ের মূল্য়ায়ণ। ২. দীনি আত্মমর্যাদাবোধ।

৩. মাদরাসা ও উস্তাদগণের যথাযথ কদর। ৪. আকাবির ও আসলাফের ফিকির লালন ইত্যাদী। বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেন, ঢাকার ফরিদাবাদ মাদরাসার ইফতা বিভাগের মুশরিফ প্রখ্যাত বুযুর্গ মুফতি আব্দুস সালাম। তিনি আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাহর শুকুর যে, কোন রকমের প্রচার প্রচারণা ছাড়ায় এ মাদরাসায় বিপুল পরিমাণ ছাত্রের সমাগম মাদরাসার কুবুলিয়্যাতের প্রমাণ বহন করে।

তিনি আরো বলেন, আমাদের এ নিসাবের প্রত্যেক মুসান্নিফ দুই একজন ব্যতিত সকলেই সংশ্লিষ্ট
বিষয়ে পারদর্শী হওয়ার পাশাপাশি বড় আল্লাহওয়ালা ছিলেন। তাই এই নিসাব যারা মনযোগের সাথে অধ্যায়ন করবে তারাও জ্ঞানি হওয়ার সাথে সাথে আল্লাহওয়ালা হয়ে যাবে।

সর্বশেষে জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি সালাহ উদ্দীন এবছরের আগত ইলম পিপাসুসকল ছাত্রের যথাযথ হক আদায় করার ও এলাকাবাসীর দ্বীনী খেদমত করার দৃঢ় প্রত্তয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ