শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


হজযাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ গমনেচ্ছুকদের যাত্রা সহজ করার জন্য ‘বিমান হজ ফ্লাইট’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই অ্যাপের মাধ্যমে হজ গমনেচ্ছুকরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।

বুধবার (১০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গুগল প্লে স্টোর থেকে ‘বিমান হজ ফ্লাইট’ নামে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে হজ ফ্লাইট সংক্রান্ত্র প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। যেমন- ডিলে নোটিফিকেশনস, হজ ফ্লাইট স্ট্যাটাস, হজ ফ্লাইট শিডিউল এবং হজ ইনস্ট্রাকশনস জানা যাবে।

এ বিষয়ে বিমানের ব্যবস্থাপক তাসনিম আক্তার (জনসংযোগ) জানান, ‘ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার হজযাত্রা নিশ্চিত করার জন্য এই অ্যাপ চালু করা হয়েছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ