সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকাগামী চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন তারেক-ফখরুলের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার কাজ শেষ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় ১  লাখ জাতীয় নির্বাচনে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, কোন দলে কত জন? ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের  ‘গুণ ও আখলাকে হুজুর সমসাময়িকদের মধ্যে অনন্য’ বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান-মুমতাহিন নিয়োগপত্র বিতরণ শুরু

এডিস মশার লার্ভা ধ্বংসের প্রাকৃতিক উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সময়ে সবচেয়ে আতঙ্কের নাম ডেঙ্গু। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন অনেকেই। এডিস মশার লার্ভা সাধারণত স্থায়ী পানিতে বিস্তার লাভ করে বলে আমরা অনেকেই জানি। এ ছাড়া জমে থাকা বৃষ্টির পানি, ফেলে দেওয়া প্লাস্টিকের ব্যাগ, টিনের কৌটা, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলসহ অনেক কিছুতেই বংশ বিস্তার করতে পারে এই মশা।

এডিস মশার লার্ভা ধ্বংস করতে এর উৎসস্থলে প্রাকৃতিক কিছু পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। আসুন জেনে নিই সেই প্রাকৃতি উপায়গুলো-

তেল: পানিতে তেলের একটি পাতলা আবরণ দেয়া হলে মশার লার্ভা দ্রুত মারা যায়। এজন্য প্রাকৃতিক কিছু তেল যেমন- অভিল অয়েল, ভেজিটেবল অয়েল ও কেরোসিন তেল ব্যবহার করা যেতে পারে। লার্ভা ধ্বংসে দারুচিনির তেলও ব্যবহার করতে পারেন। এ তেল তৈরিতে প্রতি এক গ্যালন পানিতে এক চামচ তেল ব্যবহার করতে পারেন। তবে এ তেল পুকুর কিংবা মাছ থাকে এমন জলাশয়ে ব্যবহার না করাই ভালো।

অ্যাপেল সিডার ভিনেগার: স্থির পানিতে আপেল সিডার ভিনেগার ঢেলে মশার লার্ভার ধ্বংস করা যায়। তবে এর ফল পেতে কমপক্ষে ১৮ ঘণ্টা সময় লাগে। এ মিশ্রণটি তৈরি করতে ৮৫ ভাগ পানির সঙ্গে ১৫ ভাগ অ্যাপেল সিডার ভিনেগার মেশাতে হবে। তবে এ মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে, যাতে ভিনেগারের পরিমাণ বেশি থাকে। ভিনেগারের পরিমাণ কম হলে লার্ভা ধ্বংস করা যাবে না।

সাবান: মশার লার্ভা ধ্বংসে যেকোনো ধরনের সাবানই কার্যকর। বাসন মাজার সাবান, শ্যাম্পু সবই ব্যবহার করা যেতে পারে। এক গ্যালন পানিতে এক মিলিলিটার সাবান মিশিয়ে মশার উৎসস্থলে দিতে পারেন।

ব্লিচিং পাউডার: ব্লিচিং পাউডার যদিও পরিবেশবান্ধব নয় তারপরও এটি মশার লার্ভা ধবংসের জন্য কার্যকর। শুধুমাত্র লার্ভার উৎসস্থলে এটি ব্যবহার করুন। এমন স্থানে এটি ব্যবহার করুন যেখানে অন্য কোনো পানিপ্রবাহের উৎস নেই। বৃষ্টির জমে থাকা বদ্ধ পানিতে এটা ব্যবহার করতে পারেন। প্রতি গ্যালন পানিতে এক চামচ ব্লিচিং পাউডার ব্যবহার করে মশার উৎসস্থলে ব্যবহার করতে হবে।

এছাড়াও মশার বিস্তার রোধে ঘরে জমে থাকা এসি, টবের পানি নিয়মিত পরিষ্কার করুন। বাড়িতে তুলসী, পুদিনা পাতাসহ এমন সব ভেষজ গাছ লাগান যেগুলো মশা তাড়াতে সাহায্য করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ