রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

'ওরা কেউ জঙ্গি নন, গণতন্ত্রের স্বার্থেই ওদের মুক্তি দেয়া উচিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্ত করার পর থেকে তোলপাড় গোটা ভারতের রাজনীতি। রাজ্যসভায় তৃণমূল সাংসদরা ওয়াকআউট করলেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করেননি।

অবশেষে আজ মঙ্গলবার তিনি মুখ খুলেন। ৩৭০ ধারা বিলুপ্তি নিয়ে কোন মন্তব্য না করলেও প্রশ্ন তুললেন পদ্ধতি নিয়ে। একই সঙ্গে কাশ্মীরের নেতা-নেত্রীদের গ্রেফতার হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘ওরা কেউ জঙ্গি নন, গণতন্ত্রের স্বার্থেই ওদের মুক্তি দেয়া উচিত’।

তিনি আরও বলেন, গতকাল থেকে যা ঘটছে, ভারতের বাকি নাগরিকদের মতো আমিও নজর রাখছিলাম। আমি বিশ্বাস করি কাশ্মীরের বাসিন্দারাও আমাদের ভাইবোন। আমি এ সিদ্ধান্তের বিষয়বস্তুর কথা বলছি না। কিন্তু আমি পদ্ধতির সঙ্গে আমি একমত নই। আমাদের দল কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

মমতা বলেন, আমরা এ বিলকে সমর্থন করতে পারি না। আমরা ভোট দেইনি । কারণ সাংবিধানিক, আইনিগত এবং পদ্ধতিগতভাবে এটা প্রশংসনীয় নয়। এটা গণতান্ত্রিক ভাবেও করা হয়নি।

উল্লেখ্য, গতকাল সোমবার ৩৭০ ধারা বিলুপ্ত করে জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ তুলে নেয়ার প্রস্তাব দিয়েছে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় অমিত শাহের এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদরা। অধিবেশন থেকে ওয়াক আউট করেন ডেরেক ও’ব্রায়েন, শুখেন্দুশেখররায়রা। ফলে বিলের বিপক্ষেও ভোট দেননি দলের সাংসদরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ